Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Mindblowing Birds nest

আসুন আজ আমরা পাখিদের জগতে বিচরণ করি।আমরা সকলেই পাখি ভালোবাসি,কেউ পাখি পুষতে ভালোবাসি ,কেউ আবার তার ডাক শুনতে ভালোবাসি,কেউ আবার তাদের বাহারি রঙের জাদুতেই মোহিত না হয়ে পারি  না।কিন্তু জানেন কী পাখিদের শুধু ডাক ও রঙের বৈচিত্রই দেখা যায় না, এদের বাসার গঠনের বৈচিত্রও দেখবার মতন।আসুন বেশি কথা না বলে তাদের সামান্য কয়েকটা তুলে ধরা যাক।

১)  ঈগল পাখির বাসা :


এদের বাসার  ব্যাস মোটামুটি ৫-৬ ফুট ও লম্বায় ২-৮ ফুটের হয়ে থেকে,এবং ওজনে বেশ ভারী হয়।যে গাছে এরা বাসা তৈরী করে,তা যদি শক্তপোক্ত হয়,তাহলে পুনরায় ওই একই বাসায় আবার নতুন করে সাজাতে পারে।এদের বাসা তৈরী করতে প্রায় ৩ মাস লাগে।

২) হাম্মিং পাখির বাসা :


পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির পাখি।লম্বা ৩-৪ ইঞ্চি হয়।খুব স্বাভাবিক কারণেই এদের বাসায় আকৃতিতে ছোট।সাধারণত গাছের ডালের উপরে ছোট ছোট পাতা,মাকড়সার ও নরম জিনিস দিয়ে এরা বাসা তৈরি করে।সবচেয়ে মজা হলো যে এদের বাসা প্রয়োজন অনুসারে আকৃতিতে ছোট-বড়ো হতে পারে অনেকটা রবার প্রকৃতির।

৩)ভাসমান বাসা:

জলের থেকে অনেক দূরে উঁচুভূমির তৃণভূমিতে অনেক হাঁস সহ কিছু পাখি এই জাতীয় বাসা বাঁধে। অন্যান্য যেমন, লুনস, গ্রাবিস, কোট এবং গ্যালিনুলগুলি সরাসরি জলের উপরে বাসা বাঁধে।ডিম ডুবে যেতে পারে,তাই পাখিগুলি ক্যাটেল, নল, অন্যান্য জলজ উদ্ভিদ বা কাদামাটির বাইরে ভাসমান প্ল্যাটফর্ম বাসা তৈরি করে।বাসা আড়াল করতে এরা সাধারনত কোন জলজ উদ্ভিদের কাছাকাছি থাকে।

৪) বাবুই পাখির বাসা: 


এই পাখির বাসা আমাদের অনেকেরই কাছে পরিচিত।আমাদের বাংলায় একে দর্জি পাখিও বলা হয়ে থাকে এর অসামান্য বাসা সেলাইয়ের নমুনা দেখে।সাধারনত এরা তাল বা সুউচ্চ কোন গাছের উপরে বাসা তৈরি করে থাকে।নিচের দিকটা দেখতে অনেকটা ফুটবলের মতন ও উপরটা লম্বাটে হয়।তবে এরা একা বাসা তৈরি করে না,অনেকে মিলে তৈরি করে।

৫) ঊনান মুখো বাসা:
 

এই পাখি সাধারনত দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়ায় যায় ।এরা সাধারণত নিজেদের বাসার উপরে এক প্রকার মাটির প্রলেপ দিয়ে থাকে,যা রোদেতে শুকিয়ে গেলে অনেকটা ঊনান আকৃতি দেখতে হয়।

৬)  গিলা উঠ পাখির বাসা :


এটাও দক্ষিণ আমেরিকায় দেখা যায় ও একপ্রকার কাঠ ঠোকরা জাতীয় পাখি।এরা  ডিম  পারার অনেক আগেই ক্যাকটাস জাতীয় গাছেতে গর্ত করে যাতে রোদেতে ভিতরটা শুকিয়ে যায়।তাদের এই জাতীয় বাসা শুধু নিরাপদ তাই নয়,ভিতরটাও অনেক ঠান্ডা থাকে।  

বিষয়টা ভালো লাগলে কমেন্ট করবেন আশা রাখি। 

Translation 

Let's roam in the world of birds today. We all love birds, some love to feed birds, some love to hear their call again,some can't be fascinated by the magic of their colorful colors. But do you know that birds don't just see variety of call and color,the variety of their home structure is also worth seeing. Let's not talk too much, let's highlight a few of them.

1) Eagle's nest:


Their nests are about 5-6 feet in diameter and 2-6 feet in length, and they are quite heavy in weight. It takes about 3 months to build their nest.If the tree on which they build their nest is strong, they can re-arrange it newly in the same nest.

2) Humming bird nest:

The smallest bird in the world. 3-4 inches long. Naturally, their home is small in size. Usually they build their nests with small leaves, spiders and soft things on the branches of the tree.The specialty of their nest is that the nest are stretchable as it is needed by them.

3) Floating nest:

  

Some birds, including many ducks, nest in the highlands far away from the water. Others, such as loons, gravis, coats, and galinules, nest directly above the water. Eggs can sink, so birds build nests on kettles, tubes, other aquatic plants or floating platforms out of the mud.They usually stay close to any aquatic plants to hide the nests.

4) Tailor bird nest:

The nest of this bird is familiar to many of us.In our Bengali it is also called tailor bird.Usually they build their nests on a palm or a tall tree.The bottom looks like a football and the upper part is long shaped.However, they do not build a nest alone, many build together.

5)Oven nest :

These birds are commonly found in South America. They usually have a kind of earthen coating on their nests, which when dried in the sun has a very oven like shape.

6)Nest of Gila woodpecker:

It is also found in South America and is a type of woodpecker. They dig holes in cactus trees long before they lay their eggs so that the inside dries out in the sun.Their nest is not only a safe place,but the inside is also very cold.

If you like the blog please comment.


Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth