Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Unique Vaccination Centre

Some unusual Vaccination centre

The only prayer of all the people of the world now is to get rid of this horrible situation of Covid-19 as soon as possible. For this, it is necessary to find out the vaccine and equally necessary to apply or vaccinate the antidote to the people as soon as possible. In the first case several countries including India have gone ahead or provided antidotes to many financially weak countries.The second oen is equally important because there is no way to prevent the death of people without vaccinating everyone. Especially in a populous country like ours, it is very important, but at the same time expensive and time consuming. Today I will highlight some of the vaccination centers that have unique features .

First of all, let's come to Tiktok Studio in Mega Park Mall, Almaty  in Kazakhistan. Apart from Russia, Chinese vaccines are given here.

In Mexico, a entire office bus has become a running immunization center.Here, people working in the office are vaccinated with Pfizer vaccine.

Britain, the most miserable of European countries, has once again opened its church for public immunization.

The "American Museum of Natural History" in New York is no exception. Vaccines are given to those who wish to be vaccinated.To indicate that it is a vaccine center, there is a band-aid attached to the side wings of the huge whale kept in the museum.

A fancy arrangement has been made in Paris, France so that no one is afraid to get vaccinated. A bicycle training center has been set up here as a vaccination center. People who want to come for vaccination can see the cycling practice.

In Israel, a bar has been set up as a vaccination center. In the capital, Tel Aviv, people are given a free drink to encourage them to get vaccinated.

An entire football stadium at the University of Florida's Champions Club has been set up as a vaccination center. Many people can be vaccinated while watching a football game here.

The Philadelphia Theater of Living Arts also showed the way to a new life with vaccines. In this difficult situation, vaccination programs have been given priority instead of entertainment.

I hope the government of our country can also think about these different vaccination centers, I think the process will be much easier and fancy. What do you like, write in the comment box.


Bengali Translation

অনবদ্য টীকাদান কেন্দ্র  

বিশ্ববাসীর সকলের এখন একটাই প্রার্থনা যত দ্রুত এই কোভিদ-১৯ এর ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া।তার জন্য যেমন দরকার প্রতিষেধক বের করা,তেমনই দরকার সেই প্রতিষেধকের দ্রুত মানুষের মধ্যে প্রয়োগ বা টীকাকরণ।প্রথমটির ব্যাপারে ভারত সহ বেশ কিছু দেশেই এগিয়ে গেছে বা অনেক আর্থিকভাবে দুর্বল দেশে প্রতিষেধক সরবরাহ করেছে।দ্বিতীয় বিষয়টি বা টীকাকরণ প্রক্রিয়াটি সমান গুরুত্বপূর্ণ।কারণ মানুষের মৃত্যুমিছিল আটকাতে সকলকে টীকা দেওয়া ছাড়া কোনও উপায় নেই ।বিশেষ করে আমাদের মতন জনবহুল দেশে তা অত্যন্ত জরুরী ,কিন্তু একই সঙ্গে ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ।আজ আমরা আমাদের দেশের বাইরে সেই সকল অভিনব টিকাকেন্দ্র কথা তুলে ধরবো।   

প্রথমেই আসা যাক কাজাখিস্তানের আলমাটির মেগা পার্ক মলের টিকটক ষ্টুডিও।এখানে রাশিয়া ছাড়াও চীনের প্রতিষেধক দেওয়া হয়।


আবার মেক্সিকোতে অফিসফেরত বাসই হয়ে উঠেছে একটি চলমান টিকাকেন্দ্র।এখানে মূলত অফিসে কর্মরত ব্যক্তিদের ফাইজারের টীকা দেওয়া হয়।


ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে করুণদশা ব্রিটেন আবার সাধারণের টিকাদানের জন্যে গির্জার দরজা খুলে দিয়েছে।


নিউয়র্কের "আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিও" এব্যাপারে পিছিয়ে নেই।এখানে টীকা নিতে ইচ্ছুক ব্যক্তিদের টীকা প্রদান করা হয়।এটা যে টিকাকেন্দ্র তা বোঝাতে জাদুঘরে রাখা বিশাল তিমির পার্শ্ব পাখনার উপরে ব্যান্ডএড লাগানো আছে।


টীকা নিতে যাতে কারোর ভয় না হয়,তার জন্যে ফ্রান্সের প্যারিসে এক অভিনব ব্যবস্থা করা হয়েছে।এখানে একটি সাইকেল প্রশিক্ষণকেন্দ্রকেই টিকাকেন্দ্র রূপে গড়া হয়েছে।চাইলে টীকা নিতে আসা ইচ্ছুক ব্যক্তিরা সাইক্লিং অনুশীলন দেখতে পারেন।


ইজরায়েলে আবার একটি পানশালাকেই টিকাকেন্দ্র রূপে গড়া হয়েছে।রাজধানীর তেল আভিভে সাধারণ মানুষকে টীকা নিতে উৎসাহিত করতে তাদের বিনামূল্যে একটি পানীয় দেওয়া হয়। 


ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের চ্যাম্পিয়ন্স ক্লাবের একটি আস্ত ফুটবল স্টেডিয়ামকেই টীকা কেন্দ্ররূপে গড়ে তোলা হয়েছে।অনেকেই এখানে ফুটবল খেলা দেখতে দেখতেই টীকা নিতে পারেন।

টীকা দিয়ে নতুন জীবনের রাস্তা দেখিয়েচে ফিলডলফিয়ার থিয়েটার অফ লিভিং আর্টসও।সেখানে এই কঠীন পরিস্থিতিতে বিনোদনের পরিবর্তে টীকাদানের কর্মসূচিকেই প্রাধান্য দেওয়া হয়েছে।


আশা করি আমাদের দেশের সরকারও এই বিভিন্ন টীকাদানের কেন্দ্রগুলি সম্পর্কে ভাবতে পারেন,তাতে আমার মনে হয় প্রক্রিয়াটি অনেক সহজ ও অভিনব হবে।আপনাদের কী মত,কমেন্ট বক্সে লিখে জানাবেন।   






 


 

Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts on Earth