Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was no restraint before him. G

A life and Walnut tree

A walnut and a pledge

We all believe in a sentence that a tree is the equivalent to a soul.So a healthy and normal person will just want more trees around him/her so that he/she can breathe more fresh air. But when this green tree (not harmfull in any sense) becomes the cause of suspicion of a child's life,then we people have to be a little doubtfull.It becomes more intersting when the matter goes to the court even though the court rules in favor of the tree. we will hear about such an incident today.

The incident took place in Trouse, Norfolk County, England. The fight was over a century-old walnut tree and a 6-year-old child. The baby's mother, Santal Beck, complained in court that the tree could be a cause for concern for the child's life.In fact, most of the walnut trees are leaning towards their gardens, and that's where Santal's concern is.

Because her two daughters play in the garden. Bonnie, one of the two daughters, has a severe allergy to walnuts. Santal claims that her allergies can lead to her death. Normally, people are allergic to any food, but in the case of the girl, the allergy is from walnut peel.


As a result, the girl's eyes, face, swelling, redness all over her body, and even her breath stopped.So she went and even talked to the local administration and requested for cutting down some part of the tree or the part that is leaning towards their garden, but they did not show any interest in doing so.So Santal was forced to take the matter to court. But the court also ruled that they were incompetent. In fact, the court said the matter was about a 100-year-old fruit tree and the emotions of the locals involved, so they were helpless.The court also ruled that the child had to adapt slowly to the situation.After this raid, Santal has to be very careful and peel the garden every day to save the girl from danger.

 You can let us me what you think about this in the comment box.


Bengali Translation

একটি আখরোট গাছ ও প্রাণসংশয়  

আমরা সকলেই এই আপ্ত বাক্যে মানি যে একটি গাছ একটি প্রাণ সমতুল্য।তাই সুস্থ ও স্বাভাবিক মানুষ মাত্রই চাইবে যে তার আশেপাশে আরো গাছের সমারোহ থাকুক যাতে সে আরো  বিশুদ্ধ বাতাস প্রাণভরে পারে।কিন্তু যখন এই সবুজ গাছই ( কোনোরকম বিষাক্ত নয়) কোনো শিশুর প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়ায় তখন মানুষকে একটু দ্বিধায় পড়তে হয় বৈকি।এমনকি বিষয়টি আদালত পর্যন্ত যায় যদিও আদালত গাছের পক্ষেই রায় দেয়।এরকমই একটি ঘটনার কথা আজ আমরা শুনবো। 


ঘটনাটি সুদূর ইংল্যান্ডের নরফোক কাউন্টির ট্রাউসে।লড়াইটা ছিল একটি শতাব্দী প্রাচীন আখরোট গাছের সঙ্গে ও ৬ বছরের শিশুর সাথে।গাছটি শিশুটির প্রাণ সংশয়ের কারণ হতে পারে বলে আদালতে অভিযোগ করেছিলেন শিশুটির মা স্যান্টাল বেক।আসলে আখরোট গাছটির বেশীর ভাগ অংশই ঝুঁকে  আছে তাদের বাগানের দিকে এবং সেখানেই স্যান্টালের চিন্তার কারণ।


কারণ তার দুটি মেয়েই এই বাগানেতে খেলা করে।দুইটি কন্যার মধ্যে বনি নামক মেয়েটির আখরোটে মারাত্বক রকমের এলার্জি আছে।স্যান্টালের দাবী বনির যেরকম এলার্জি আছে তাতে তার প্রাণও যেতে পারে।সাধারণত মানুষের এলার্জি কোনো খাবার জাতীয় থেকে হয়ে থাকে কিন্তু মেয়েটির ক্ষেত্রে আখরোটের খোসা থেকেই এই এলার্জি হয়।   



এর ফলে মেয়েটির চোখ,মুখ ফুলে যায়,শরীর জুড়ে দেখা যায় লালচে ছোপে ,এমনকি দম পর্যন্ত বন্ধ হয়ে আসে।তাই বাধ্য হয়ে তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে গাছটির কিছুটা অংশ বা যে অংশ তাদের বাগানের দিকে ঝুকে আছে তা কেটে নেওয়ার ব্যাপারে কথা বললেও তারা এ বিষয়ে কোনো কিছু করতে আগ্রহ দেখায়নি। তাই বাধ্য হয়ে স্যান্টালে আদালতে বিষয়টি তোলেন।কিন্তু আদালতও এ বিষয়ে তাদের অক্ষমতা জানায়।আসলে আদালতের বক্তব্য ছিল যেখানে বিষয়টি ১০০ বছরের একটি ফলনশীল গাছের এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয়দের আবেগ,তাই তারা একপ্রকার নিরুপায়।আদালত এও বলে যে শিশুটিকেই ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে।এই রায়দানের পরে স্যান্টালকে খুব সতর্ক হয়ে প্রত্যেকদিন বাগানটিকে আখরোটের খোসামুক্ত করতে হয় মেয়েকে বিপদ থেকে বাঁচাতে।

 আপনাদের এই ব্যাপারে কী মত তা লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে ।  
  


  


Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Extinct Custom in India

Interesting facts of 26th January