আজ ২৬-এ জানুয়ারী,ভারতের প্রজাতন্ত্র দিবস।তাই সর্বপ্রথম সকল দেশবাসীকে শুভ ও ঐতিহাসিক এই প্রজাতন্ত্র দিবসের ৭২ তম বর্ষে সকলকে জানাই অভিনন্দন|এই দিনটিতেই ১৯৫০-এ ভারতের সংবিধানের যাত্রা পথের সূচনা হয় ও বিশ্বের দরবারে ভারত বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিতও হয়।এই সকল বিষয় মোটের উপর আমাদের জানা আছে,কী তাই তো? কিন্তু এর বাইরেও অনেক তথ্য আছে যা খুব কম লোকেই জানে।আসুন সেগুলি দেখা যাক।
১)যদিও ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ই আগস্টে,কিন্তু দিনটি নির্ধারিত হয়েছিল ব্রিটিশ সরকার দ্বারা।ইতিপূর্বে পরাধীন ভারতে আমাদের নিজেদের কোন সংবিধান ছিল না,ব্রিটিশদের দ্বারা প্রণীত "গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এক্ট ,১৯৩৫" অনুযায়ী নির্ধারিত হতো।তাই স্বাধীন ভারতে সেই আইনটিকে সংশোধন করে ১৯৪৯ সালের ২৬ নভেম্বরের পূর্বে কার্যকর করা হতো।যদিও ২৬ নভেম্বর,১৯৪৯ সালে সংবিধানটি গৃহীত হয়েছিল,তবে তা আইনত কার্যকর হয় ১৯৫০-এ ২৬ জানুয়ারী।আর দিনটি ২৬ জানুয়ারী ভাবা হয়েছিল যেহেতু পরাধীন ভারতে এই দিনটিকে "পূর্ণ স্বরাজ" দিন রূপে পালন করা হতো।
২)আমরা সকলেই জানি যে ভারতের সংবিধানের রচয়িতা হলেন শ্রদ্ধেয় ডক্টর বি.আর.আম্বেদকার।জানেন কী এই সংবিধান রচনা করতে সময় লেগেছিলো ২ বছর ১১ মাস।সংবিধানের সেরা স্তম্ভ যথা স্বাধীনতা,ভ্রাত্রিত্ব,সমতা এই সকল বিষয় নেওয়া হয়েছিল ফ্রান্সের সংবিধান থেকে,ও পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার রূপটি নেওয়া হয়েছিল তৎকালীন U.S.S.R থেকে।ইংরেজী ও হিন্দি এই দুটি ভাষায় সংবিধান রচিত হয়েছিল।
৩)আমরা সকলেই এই দিনটিতে দেশের রাজধানী নিউদিল্লীর "রাজপথ"-এ সামরিক বাহিনীর কুচকাওয়াজ ও শক্তি প্রদর্শন দেখে থাকি,যা আমাদের গর্বিত করে।কিন্তু জানেন কী এই অনুষ্ঠানটি ১৯৫০-১৯৫৪ সাল পৰ্যন্ত হতো এরউইন স্টেডিয়াম ,কিংসওয় ,রেড ফোর্ট ও রামলীলা নামক সম্মিলিত এলাকায়।১৯৫৫ সাল থেকে এটি স্থায়ী রূপ পায় "রাজপথ" এলাকায় যা আগে কিংসওয় নামে পরিচিত ছিল।
৪)আমরা সকলেই জানি যে এই দিনে প্রতি বছর আমাদের দেশে কোন বন্ধু রাষ্ট্র থেকে রাষ্ট্রনেতাকে "প্রধান অথিতির" সম্মান জানানো হয়ে থাকে।এই সম্মানে সর্বপ্রথম সম্মানিত হয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর সূকর্ণ।
৫)এটা আমরা সকলেই দেখে থাকি যে মূল অনুষ্ঠান শুরু হয় ভারতের রাষ্ট্রপতি আসার পরে।তিনি আসার পর দেশের জাতীয় সংগীত ও ২১ বার তোপধ্বনি দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে থাকে।কিন্তু জানেন কী এই ২১ বার তোপধ্বনি ২১টি কামান থেকে বর্ষন করা হয় না,তার পরিবর্তে ৭টি তোপ ৩ বার করে ব্যবহার করা হয়ে থাকে।যে কামান থেকে ২১ বার বর্ষণ করা হয়ে থাকে তা ১৯৪১ সালের তৈরী ।
আশা করি লেখাটি ভালো লেগেছে।ভালো লাগলে কমেন্ট করুন।
Translation
Today is the 26th of January, the Republic Day of India. So first of all congratulations to all the countrymen on the 72nd year of this happy and historic Republic Day. On this day the path of the Constitution of India started in 1950 and India became known as the largest democracy in the world.we all knew a little bit of these facts. But there is a lot of information beyond that that very few people know. Let's see them.
1) Although India became independent on 15th August 1947, the day was fixed by the British government. Previously, we had no constitution of our own in subjugated India, it was determined by the "Government of Indian Act, 1935" enacted by the British. Although the constitution was adopted on November 26, 1949, it came into force on January 26, 1950. The day was supposed to be January 26 as it was celebrated as "Purna Swaraj" in subjugated India.
2)We all know that the author of the Constitution of India is the respected Dr. B.R Ambedkar.Did you know that it took 2 years and 11 months to write this Constitution.The best pillars of the constitution, such as freedom, brotherhood, and equality, were taken from the French constitution and form of 5 year planning commission was taken from the then USSR.The constitution was written in English and Hindi.
3) On this day, we all see the military parade and demonstration of strength on the "highway" in the national capital, New Delhi,which makes us proud.But did you know that the event was held from 1950-1954 at Erwin Stadium, Kingsway, Red Fort and Ramlila respectively? It has been permanent since 1955 in the "highway" area, formerly known as Kingsway.
4)We all know that every year on this day in our country, the head of state from a friendly country is honored as the "Chief Guest".The first to be honored with this honor was the President of Indonesia, Dr. Sukarno.
5)We all see that the main event starts after the arrival of the President of India.After his arrival,the event starts with the national anthem and 21 rounds of artillery fire.It is fired from 7 cannons instead of 21 cannons used 3 times.The cannon that are used for firing was made in 1941.
I hope you like the article. If you like it, please comment.
Comments
Post a Comment