Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was no restraint before him. G

Interesting facts on Earth

Some strange facts on Earth

Let's take a look at some of the different things that are happening in this world today. Maybe we are familiar with some of the events ,or some not at all.

1) The heat is coming, and to get relief from this intense heat, we often take a variety of cold drinks. Did you know that there are two countries in the world (Cuba and North Korea) where this drink is not available. These two countries are included in the US trade agreement ban. So don't forget to visit these two countries in summer.

2) You would be surprised to know that the current population of the world (about 600 billion, 1 billion = 100 million) is about 800 million, there is no doubt that it will increase in the coming days. If everyone in this population stands shoulder to shoulder then all will be fit within 500 square miles of the famous city of Los Angeles in the United States, which means that all the people of the world can stand together.It's quite surprising, isn't it?

3) How long do you think the name of a place in the world can be? If you know that the name of the place is made up of a combination of 85 characters, then you must be surprised .Yes there is such a place in New Zealand on earth.

4) So far, the top representatives of 174 out of 200 countries in the world have agreed to sign the 'Paris Agreement' in 2016, the most in one day in the history of the United Nations. On the occasion of 'Earth Day' they signed the agreement on that day in order to save earth from drastic change in climate.They all should be thanked for this purpose.

5)Well, is there anywhere in the world where you can feel a strange peace?Hope you probably won't find such a soundless place in your favorite home, which you can find at the world famous 'Microsoft' headquarters in Washington state, USA.

So all that is for today, please give a comment if you like the blog.

Bengali Translation

আসুন আজ আমরা এই পৃথিবীতে ঘটে চলা বিভিন্ন বিচিত্র ঘটনাবলী তুলে ধরি।হতে পারে কিছু কিছু ঘটনাবলীর সঙ্গে আমরা পরিচিত,আবার কেউ তেমন নয়।তবে শুরু করা যাক।

১) সামনে গরম আসছে,আর এই তীব্র গরম থেকে আমরা আরাম পেতে প্রায়শই বিভিন্ন ঠান্ডা পানীয় নিয়ে থাকি।তা যদি আবার বহুজাতিক কোম্পানির 'কোকো-কোলা'  হয়ে থাকে তাহলে তো কথাই নেই।মাফ করবেন ,এইমুহূর্তে আমরা স্বাস্থ্যের দিকটা যাচ্ছি না।কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীর বুকে দুটি দেশ আছে (কিউবা ও নর্থ কোরিয়া) যেখানে এই পানীয় পাওয়া যায় না।এই দুটি দেশই মার্কিন বাণিজ্য চুক্তির  নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত।তাই ভুলেও গরমকালে এই দুটি দেশে যাওয়া চলবে না।


২) আপনি জানলে অবাক হবেন যে বর্তমান পৃথিবীর যে পরিমান জনসংখ্যা রয়েছে(প্রায় ৭০০ বিলিয়ন ,১ বিলিয়ন =১০০ কোটি ) তা প্রায় ৭০০ কোটি,আগামী দিনে তা যে আরও বাড়বে এ বিষয়ে সন্দেহ  নেই।তা এই জনসংখ্যার  প্রত্যেকে যদি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে তা মার্কিন  যুক্তরাষ্ট্রের বিখ্যাত লস এঞ্জেলেস শহরের ৫০০ বর্গ মাইলের মধ্যে তা চলে আসবে,অথার্ৎ পৃথিবীর সকলে মিলে একত্রে দাঁড়াতে পারবো।বেশ অবাক হবার মতন বিষয় ,তাই না?


৩)পৃথিবীর বুকে কোনো একটি জায়গার নাম কতটা লম্বা হতে পারে মনে হয় আপনাদের? যদি জানেন সেই জায়গাটির নামের বহর ৮৫টি অক্ষরের সমন্বয়ে তৈরী তাহলে নিশ্চই অবাক হবেন।এটি নিউ জিল্যান্ড দেশের মধ্যে আছে।চেষ্টা করে দেখুন তো নামটি মনে রাখতে ।


৪) এ যাবৎ পৃথিবীর বুকে ঘোষিত প্রায় ২০০ টি দেশের মধ্যে ১৭৪ টি দেশের শীর্ষ প্রতিনিধিরা রাষ্ট্রসঙ্গের ইতিহাসে ১ দিনে সর্বাধিক ২০১৬ সালে 'প্যারিস এগ্রিমেন্ট' চুক্তিতে সই করতে সম্মত হয়েছিল।'পৃথিবী দিবস' উপলক্ষ্যে পৃথিবীকে আসন্ন পরিবেশগত বিপদ থেকে রক্ষা করার জন্যেই ১৭৪টি দেশের প্রতিনিধিরা সেদিন এই চুক্তিতে সাক্ষর করেছিল।সাধুবাদ জানাতে হয় তাদের এই উদ্দেশ্যে ।


৫) আচ্ছা বলে পারেন পৃথিবীর বুকে এমন কোথাও কী আছে যেখানে আপনি এক অদ্ভুৎ শান্তি অনুভব করতে পারবেন?আপনি হয়তো  আপনার প্রিয় বাড়ীতেও এরকম শব্দবিহীন জায়গা খুঁজে পাবেন না,যা আপনি পেতে পারেন জগৎবিখ্যাত 'মাইক্রোসফট' এর হেডকোয়ার্টারে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে।


তা আজ  এই পর্যন্ত ,আপনি যদি ব্লগটি পছন্দ করেন তবে আপনার মন্তব্য দিন।
  


   

 

Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Extinct Custom in India

Interesting facts of 26th January