Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Netaji 'Our Hero'

আজ ২৩ সে জানুয়ারী।বাংলার দামাল ছেলে,আমাদের প্রিয় নেতা সুভাষ চন্দ্র বসু তথা সমগ্র দেশের 'নেতাজির' জন্মদিন।এ বছর থেকে এই দিনটিকে 'পরাক্রম দিবস' হিসাবে পালিত হবে,সুতরাং আমাদের কাছে এক বাড়তি প্রাপ্তি।আমরা আজ আমাদের প্রিয় নেতার বিভিন্ন কর্মময় দিকগুলো দেখবার চেষ্টা করবো যা আজও আমাদের তার প্রতি সম্ব্রম ও রোমাঞ্চ জাগায়।

১) প্রথমেই আসা যাক সেই প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কারের প্রসঙ্গে।যেখানে তিনি ইতিহাসের অধ্যাপক ইংরেজ ওটেন সাহেবের বর্ণবৈষম্যমূলক আচরণের তীব্র প্রতিবাদ ও কথা কাটাকাটি করায় অন্যায় ভাবে কলেজ থেকে বহিস্কৃত  হন।যদিও পরে আশুতোষ মুখোপাধ্যায়ের সহযোগিতায় তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন।কিন্তু সেদিনের এই ঘটনাই তার প্রতিবাদী ব্যক্তিত্ব বুঝিয়ে দিয়েছিলো।

২)দ্বিতীয় প্রসঙ্গে আমরা বলতেই পারি যে তিনি অকুতোভয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা না চিন্তা করে হেলায় ব্রিটিশ অধীনে সরকারী চাকুরী করতে না চাওয়া,যদিও তিনি মর্যাদাপূর্ণ ICS পরীক্ষায় চতুর্থ হয়েছিলেন।

৩)তিনিই প্রথম ব্যক্তি যিনি জনগণের প্রকৃত নেতা বলে পরিচিত হয়েছিলেন।ভাবুন তো বিদেশের মাটিতে (জার্মানি) এই সম্ভোধন কতটা গর্বের ।এবং নিজের মতবাদের সঙ্গে তীব্র বিরোধ থাকা সত্ত্বেও মহাত্মা গান্ধী তাকেই 'নেতাজি 'বলে মেনে নিয়েছিলেন।
৪)তিনিই প্রথম ব্যক্তি যিনি বুঝেছিলেন যে ব্রিটিশ শক্তিকে দেশ থেকে সরাতে গেলে বিদেশী শক্তির সাহায্য দরকার।এ বিষয়ে তিনি 'শত্রুর শত্রু আমাদের মিত্র' এই নীতি গ্রহণ করেছিলেন।বলা বাহুল্য তার এই নীতি ভারতীয় জনমানসে এক নতুন উদ্দীপনা সঞ্চার করেছিল।


৫)তিনিই প্রথম ইংরেজ নজরদারী এড়িয়ে ছদ্ধবেশে জার্মানিতে পালিয়ে ও পরে সিঙ্গাপুরে গিয়ে 'আজাদ হিন্দ ফৌজ'এর দায়িত্ব নিয়ে তাকে পুনর্গঠন করেন।পরে যে সশস্ত্র বাহিনীর সাহায্য তিনি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পূর্ণ স্বাধীনতা আনতে সমর্থ হয়েছিলেন যদিও পরে তা বিফলে যায়।


৬)তিনিই প্রথম ব্যক্তি যিনি বুঝেছিলেন যে দেশের স্বাধীনতা আনতে গেলে পুরুষ ও মহিলার সকলের যোগদান দরকার।তাই তিনি সশস্ত্র নারী বাহিনী 'ঝাঁসি' বাহিনী তৈরী করেছিলেন,যারা ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

এমন নেতাকে,আমরা ভারতবাসী সবসময় স্মরণে রাখবো।জয় হিন্দ।

Translation 

Today is the 23rd of January.The dare son of Bengal, the birthday of our beloved leader Subhash Chandra Bose and 'Netaji' of the whole country.From this year, this day will be celebrated as 'PARAKRAM DAY'.we will try to look at the aspects that still arouse our respect and excitement towards him.

1)Let's first come to the issue of expulsion from the Presidency College.He was unjustly expelled from the college for protesting against the racist behavior of Mr. Otten, an English professor of history. However, he was later admitted to the Scottish Church College with the help of Ashutosh Mukherjee.This incidence explained his defending personality.

2) In the second context,we can say that he did not want to take up government service under the British without thinking for his bright future,even though he finished fourth in the prestigious ICS exam.

3) He was the first person to be known as the real leader of the people Imagine how proud this address was in foreign lands (Germany). And despite the sharp conflict with his own ideology, Mahatma Gandhi accepted him as 'Netaji'.


4)He was the first person to realize that foreign power was needed to drive British forces out of the country.He was the first person to realized to take the help of  "Enemy’s Enemy is my friend" principle.

5)He was the first to evade British surveillance, flee to Germany in disguise and later to  Singapore to take charge of the 'Azad Hind Fauj' and reorganize it.Later, with the help of the armed forces, he was able to bring full independence to the Andaman and Nicobar Islands of India, but later failed.


6)He was the first person to realize that in order to bring independence to the country, all men and women needed to be involved.So he formed the armed women's force 'Jhansi', which played an important role in India's independence movement.

 
We Indians will always remember such a great leader.Jai Hind.   

Comments

Popular posts from this blog

Unknown facts of 'Writers Building'

Knot and Inka civilization

Kishor Indukuri ,a milkman