Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Knot and Inka civilization

Knot can talk

Today I am going to discuss a completely different topic in front of you. we all know what a knot is and its importance in our daily life.we all use it as way to fasten one end of a string or to measure the length of something roughly.But can you imagine that various colorfull knots can reveal an entire civilization.Lets go back for a moment.

We are talking about the fifteenth century, when the largest and most modern civilization in America was called the Inka civilization. The Inka Empire was stretched from Ecuador to Chile for about 5,000 kilometers.

It was the Inkas who built the city of Machu Picchu, which still stands at the same height as the hills. The town had a curved road, a stone bridge and a hanging bridge. It was still a wonder how the heavy stones were taken so high at that time.The language they spoked was not in a written form or any font. But they used to express themselves by tying different knots in the thread varying with its size and distance.

Since they could not write, it was not possible to know much about the Inka civilization, but all their information was stored in these different colored yarn knots.This colored yarn knot was called 'Thipu'. Manny Midrano, a student at Harvard University and his teacher Gary has been able to retrieve a lot of information about this Thipu.

Hopefully in the coming days we will be able to retrieve some more information about this civilization. But what amazes me the most is their thippu or knotting method which reveals an unknown aspect of education-culture, art from their way of life.

I hope you will like the blog. If you like it, please write in the comment section.

Bengali Translation

আজ আপনাদের সামনে সম্পূর্ণ এক অন্য বিষয় নিয়ে আলোচনা করবো।বিষয়টি হলো সুতোর গিঁট ,বলা ভালো বিভিন্ন রঙের সুতো ও তার সঙ্গে জড়িয়ে গিঁট যা এক প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে।শুনে আশ্চর্য্য লাগছে তো আপনাদের?সত্যেই তো সুতোর গিঁট সাধারণত আমরা কোনো প্রান্ত বেঁধে রাখতে বা বড়োজোর কোনো কিছুর দৈর্ঘ্যের পরিমাপ করতে ব্যবহার করে থাকি।আসুন আমরা আমাদের আধুনিক সভ্যতার থেকে অনেকটা পিছনে ফিরে যাই।  

তা প্রায় পঞ্চদশ শতকের সময়ের কথা বলছি,যে সময়ে আমেরিকার সবচেয়ে বড়ো ও আধুনিক সভ্যতার নাম ছিল 'ইনকা সভ্যতা'।ইকুয়েডর থেকে চিলি পর্যন্ত প্রায় ৫ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এই ইনকা সাম্রাজ্য।


এই ইনকারাই গড়ে তুলেছিল মাচুপিচু শহর, যা পাহাড় সমান উচ্চতায় আজও দাঁড়িয়ে আছে।পাহাড়ী আঁকা-বাঁকা রাস্তা,পাথর দিয়ে সাজানো এই শহরে রয়েছে এক ঝুলন্ত সেতুও।সেই সময়ে কীভাবে অত উঁচুতে পাথর নিয়ে যাওয়া হয়েছিল তা আজও এক বিস্ময়।আরও বিস্ময় ছিল তারা নিজেদের মধ্যে যে ভাষায় কথা বলতেন তার কোনো লিখিত রূপ বা হরফ ছিল না।কিন্তু তারা সুতোর মধ্যে বিভিন্ন রকম গিঁট বেঁধে তার আকার ও দূরত্ব দিয়ে নিজেদের কথা প্রকাশ করতেন।


তারা যেহেতু লিখতে পারতো না,তাই ইনকা সভ্যতা সম্পর্কে বিশেষ কিছু জানা সম্ভব হয় নি,অথচ তাদের সমস্ত তথ্য ধরে রাখা হতো এই বিভিন্ন রঙের সুতোর গিঁটের মধ্যে দিয়ে।এই রঙ্গীন সুতোর গাঁটকে ' থিপু ' বলা হত।হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া ম্যানি মিদ্রানো ও তার শিক্ষক গ্যারী এই থিপু সম্পর্কে বহু তথ্য উদ্ধার করতে সমর্থ হয়েছেন।


আশা করা যায় আগামী দিনে এই সভ্যতা সম্পর্কে আরও কিছু তথ্য উদ্ধার করতে আমরা সক্ষম হবো।তবে যেটা আমার খুব অবাক করে তা হলো তাদের এই থিপু বা গিঁট বাঁধা পদ্ধতি যা তাদের জীবনযাত্রা থেকে শিক্ষা-সংস্কৃতি,শিল্পকর্ম সম্পর্কে এক অজানা দিক তুলে ধরে।

আশা করি ব্লগটি ভালো লাগবে।ভালো লাগলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন।  

 




   


Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth