Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was no restraint before him. G

Amazing Wedding dress

Wedding Dresses 

There are some special days in the life of each of us that we want to keep forever. Especially if it is our own wedding day, then it has a another meaning.We want to keep the day colorful in different ways.We don't make the mistake of trying to make it outstanding in front of everyone. It may be in food, wedding dress , or wedding pavilion decorations. Let's have a look at the strange costumes of the bride and groom in some wedding ceremony today.

The first thing we will see about the bride's wedding dress is to make her own dress with the fleece and go to the wedding hall with the sheep.

This bride is going to get married without any stress. She is feeling so light that she can fly a little if she wants, because her dress is made with balloons.

Some people love to dress up according to their favorite characters in the world of entertainment (Movies, TV serials).

Someone wants to make a wedding party by dressing herself like a fairy tale and her beloved ones like a prince of fairy tales.

This bridegroom's life was about to put an end by the bride's attire, as the bride's attire creates almost suffocation for the bridegroom.

The whole outfit of this bride is a whole wedding cake.The dress is not just like a cake, it has many cakes arranged in it, which the guests can eat if they want.

Someone loves to decorate their clothes with the flag of the country to show the example of patriotism on their wedding day.

Outside of our country, especially in some western countries, it is customary for the bride and groom to marry with ownself if they want.Like in this picture below a lady represents herself as a half lady and a half man finding no good match for herself.

Some bride like to dress up their wedding dress like the late princess Diana of England.The brides dress is so long that nearly 50 % of delicates are needed to maintain her long dress.

Wonderful ways of a bride to attract peoples in a wedding party are really impressive.But I think Indian wedding decorations are much more acceptable because they may not have the pomp or pageantry of the West, but they do have life.You can let me know what you think in the comment box.

Bengali Translation

কনের বাহারি পোশাক 

আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু বিশেষ দিন আছে যা আমরা আজীবন ধরে রাখতে চাই।বিশেষ করে যদি তা নিজের বিয়ের দিন হয় ,তা হলে তো কথাই নেই।দিনটিকে আমরা নানান ভাবে রঙ্গীন করে রাখতে চাই।তা সে খাওয়া-দাওয়া,পোশাক বা বিয়ের মণ্ডপ-সজ্জায় যে বিষয়েই হোক কেন তা সকলের সামনে সুন্দর করে তুলে ধরতে আমরা চেষ্টার ত্রূটি করি না।আসুন আমরা আজ কিছু বিয়ের আসরে পাত্র -পাত্রীর অদ্ভুত পোশাক-পরিচ্ছদের দিকে দেখে নি ।

প্রথমেই যে পাত্রীর বিয়ের পোশাক সম্পর্কে আমরা দেখে নেবো তা হলো ভেড়ার লোমের সঙ্গে মিলিয়ে নিজের পোশাক তৈরী করা এবং ভেড়াকে সঙ্গী করে বিবাহ আসরে যাওয়া ।


আবার এই কনে রীতিমতন চাপমুক্ত হয়ে বিয়ে করতে চলেছেন।তিনি এতটাই হালকা বোধ করছেন যে চাইলে কিছুটা উড়ে যেতে পারবেন,কারণ তার আবার পোশাকটাই বেলুন দিয়ে তৈরী ।


কেউ আবার বিনোদন জগতের নিজেদের পছন্দের চরিত্রানুযায়ী সাজতে ভালোবাসেন।তাই পাত্র-পাত্রী দুজনই নিজেদের সেই ভাবে রঙ্গিন করে সাজিয়ে বিয়ের আসরে আনন্দে মেতে উঠেছেন।


কেউ আবার ছোটবেলার রূপকথার গল্পের মতন নিজেকে পরী ও নিজের ভালোবাসার মানুষকে রূপকথার রাজপুত্রের মতন সাজিয়ে বিবাহ আসর জমাট করে দিতে চান।


আবার এই কনে পরীরাজ্যের মতন সাজতে গিয়ে হুবু বরের প্রাণ প্রায় আরেকটু হলে যায়,কারণ কনের পোশাকে তার প্রায় শ্বাসরোধ হয়ে যাওয়ার মতন অবস্থা।


 এই কনে আবার পুরো পোশাকটাই একটা আস্ত ওয়েডিং কেক ।পোশাকটা দেখতে শুধু কেকের মতন নয়,তাতে অনেক কেক সাজানো আছে,যা অথিতিরা চাইলে খেতেও পারে।


কেউ আবার নিজের বিয়ের দিনে দেশপ্রেমের নজির তুলে ধরতে নিজের পোশাকটাই দেশের পতাকার সঙ্গে মিলিয়ে সাজতে ভালোবাসেন।


আমাদের দেশের বাইরে বিশেষ করে কিছু পশ্চিমি দেশে পাত্র বা পাত্রী নিজে নিজেকেই বিয়ে করার রেওয়াজ আছে।যেমন এই কনে মনের মতন মানুষের সন্ধান না পেয়ে নিজেকেই এক অর্ধে নারী ও অন্য এক অর্ধে পুরুষের মতন নিজেকে তুলে ধরেছেন।


কেউ আবার ইংল্যান্ডের প্রয়াত যুবরানী ডায়নার মতন নিজের বিয়ের বিয়ের পোশাকটাই দীর্ঘায়িত করে সাজতে ভালোবাসেন।সেই পোশাক এতটাই দীর্ঘ হয় যা তা সামলাতে বিয়ের আসরের অর্ধেক লোকই লেগে যেতে পারে।


সত্যি কি বিচিত্র এই সাজের বহর যা দেখলে অবাক হতেই হয়।তবু আমার মনে হয় ভারতীয় বিবাহ সজ্জা অনেক বেশী গ্রহণযোগ্য কারণ এতে হয়তো পাশ্চাত্য জাঁকজমক বা দেখনদার না থাকলেও তাতে প্রাণ থাকে।আপনারা কী বলেন এই ব্যাপারে, কমেন্ট বক্সে জানাতে পারেন। 





 
     

Comments

Popular posts from this blog

Extinct Custom in India

Interesting facts of 26th January