We are all more or less familiar with various advertisements nowadays.Especially if it is a health awareness and cosmetic advertisement then it doesn't matter,we try to follow the rules. It is also true that advertisement has an important role to play in modern life. The identity of all the new consumer goods that come in every day is first seen in advertisements. But to be honest, how many advertisements play their rightful role?


The above two advertisements are very familiar and popular in our homes, especially among the Bengalis.In one of them,our favorite and "Bengali icon" Sourav Ganguly is heard to say that "Fortune cooking oil" is healthy for our heart.what a ridiculous joke!we all know now that he returned home a few days ago after recovering from a heart problem.In another healthy drink advertisement,"Complan", he is seen encouraging children to drink that health drink so that their body grows properly. But this is not entirely true, because many things can be responsible for the growth of the body. It is important to understand that,even the advertising agencies and those who are involved directly cannot avoid their responsibility in this regard.
What do you say?Your pricefull comments will encourage me.
Bengali Transalation
আমরা সকলেই আজকাল বিভিন্ন বিজ্ঞাপনের সঙ্গে কমবেশি পরিচিত ।বিশেষ করে তা যদি কোন স্বাস্থ্য সচেতনমূলক এবং প্রসাধনীর বিজ্ঞাপন হয়ে থাকে তাহলে তো কথাই নেই ,আমরা তা নিয়ম করে মেনে চলার চেষ্টা করি ।এটাও সত্যি যে আধুনিক জীবন যাপনের জন্যে বিজ্ঞাপনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ,কারণ বাজারে প্রতিনিয়ত যেসকল নিত্যনতুন ভোগপণ্য আসে তারও পরিচয় সর্বপ্রথম বিজ্ঞাপনেই দেখতে পাই |কিন্তু সত্যি করে বলুন তো কটা বিজ্ঞাপন তাদের যথার্থ ভূমিকা পালন করে থাকে?
উপরের এই দুটি বিজ্ঞাপন আমাদের ঘরে ঘরে খুবই পরিচিত ও জনপ্রিয়,বিশেষ করে বাঙালিদের কাছে| যার একটিতে আমাদের প্রিয় ও "বাঙালির আইকন" সৌরভ গাঙ্গুলিকে বলতে শোনা যাচ্ছে যে "ফরচুন রান্নার তেলটি" আমাদের হার্টের জন্য স্বাস্থ্যদায়ক |কী নিদারুন পরিহাস !আমরা এখন সকলেই অবগত যে কিছুদিন আগেই উনি হার্টের সমস্যা থেকে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন |আরও একটি স্বাস্থ্যদায়ক পানীয় "কমপ্ল্যানের" বিজ্ঞাপনে ওনাকে দেখা যায় শিশুদের সেই পানীয় খাওয়ার ব্যাপারে উৎসাহিত করা যাতে তাদের দেহের বৃদ্ধি যথাযথ হয়|কিন্তু এই বিষয়টাও পুরোপুরি সত্যি নয় ,কারণ দেহের বৃদ্ধির জন্যে অনেক বিষয় দায়ী থাকেত পারে |তাই বলছি বিজ্ঞাপনের চমকে না মজে বাস্তবতাও আমাদের বুঝতে হবে|এব্যাপারে বিজ্ঞাপন সংস্থাও তাদের দাযিত্ব এড়াতে পারে না|এবং যারা এই সকল বিজ্ঞাপনের সঙ্গে জড়িত তাদেরও বিষয়টা ভাবা দরকার মনে হয় |
আপনারা কি বলেন?এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য আমায় উৎসাহিত করবে |
Very good
ReplyDelete