Communication with HAM radio
- Get link
- X
- Other Apps
Many of us may have heard the news a month ago that a missing mother from Gangasagar Mela was contacted by her son in collaboration with a radio called 'Ham Radio' or this radio played an important role in the recent 'Amphone' disaster and more. So, many of us may have heard the word 'ham radio' but I think there are many people who know very little about it. Let's try to know a little bit about it.
However, it is not possible to say exactly how the name 'Ham Radio' came to be.Some say that it was named after initials of scientists Hertz, Armstrong and Marconi. Another one says that it is named after the thought of 'HELP ALL MANKIND'.It is a two-way communication system originally designed by the Federal Communications Commission (FCC) through radio waves.In order to run it, one has to take an initial training and if successful, a license is given to the person who wants to.It is also often referred to as amateur radio because it is operated in a completely non-profit way. Anyone of any age can work as a ham user, but it must be for a completely non-profit purpose.The biggest thing is that ham users can work together with the administration on various natural disasters if necessary.
Hope you like the blog.
Bengali Translation
আমরা হয়তো অনেকেই মাসখানেক হলো একটা খবর শুনেছিলাম,যে গঙ্গাসাগর মেলা থেকে হারিয়ে যাওয়া এক মায়ের সঙ্গে তার ছেলের যোগাযোগ করা গিয়েছে 'হ্যাম রেডিও' নামক রেডিওর সহযোগিতায় অথবা কিছুদিন আগেই ঘটে যাওয়া 'আমফন' দূর্যোগে এই রেডিও এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।তো,আমরা অনেকেই 'হ্যাম রেডিও' কথাটি হয়তো শুনেছি কিন্তু মনে হয় এমন অনেকজন পাওয়া যাবে যারা এ বিষয়ে কমই জানেন।আসুন আমরা এ বিষয়ে একটু জানার চেষ্টা করি।
যদিও নির্দিষ্ট ভাবে এটা বলা সম্ভব নয়,যে 'হ্যাম রেডিওর' নামকরণ কীভাবে হলো।কেউ কেউ বলে থাকেন যে এর নামকরণ হয়েছে বিজ্ঞানী hertz,armstrong ও marconi আদ্যকার দিয়ে।আবার অন্য এক মত বলে 'HELP ALL MANKIND' এর চিন্তাভাবনা থেকে এরূপ নামকরণ।মূলতঃ Federal Communications Commission (FCC) দ্বারা নির্দিষ্ট রেডিও তরঙ্গের মাধ্যমে এটি হলো এক দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা।অনেক সময়ে এটি Amateur radio নামেও পরিচিত কারণ এটি সম্পূর্ণ অলাভজনক ভাবে চালনা করা হয়।এটি চালাতে গেলে একটা প্রাথমিক ট্রেনিং নিতে হয় ও সফল হলে ইচ্ছুক ব্যক্তিকে একটি লাইসেন্স দেওয়া হয়ে থাকে।যেকোন বয়সের ব্যক্তিবিশেষ এই 'হ্যাম' ব্যবহারকারী হয়ে কাজ করতে পারে তবে তা সম্পূর্ণ অলাভজনক উদ্দ্যেশে হতে হবে।সবচেয়ে বড় বিষয় হলো হ্যাম ব্যবহারকারী প্রয়োজনে প্রশাসনের সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে যৌথভাবে কাজ করে পারে।
আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment