Peace in Antikythera Island
- Get link
- X
- Other Apps
Antikythera Island
Today I will show you a place where there will be no unnecessary urban noise, no needless crowds of people will not disturb your personal range, you will be able to spread your arms and legs. The biggest news is that if you want to live here you can do it for free and About 40,000 rupees in Indian currency in a month. Surprised, thinking I'm wrong. Absolutely not, absolutely true. So let's be a little open.
The site is a 45-minute flight from Athens, Greece, to the island of Anticathera, now inhabited by a small number of people. The administration wants the population to grow and the place to prosper economically. But for that, it wants more people.so accommodation, food will be provided free of cost along with cash to encourage the people.
However, I would like to say a word to those who have just decided to go there after hearing about so many facilities, there is no ATM to withdraw money even though there is electricity and internet service, the number of shops is very low and you have to wait for the ship for daily necessities. If you want to have a few days to enjoy a splendid vaccation, then there is no one, because it is like seeing the natural beauty of the place. I gave a video clip for all of you to watch. I hope you will like it later.
I hope you enjoyed the blog. If you please make a comment.
Bengali Translation
আপনাদের আজ এমন এক জায়গার সন্ধান জানাবো,যেখানে থাকবে না অযথা শহুরে কোলাহল,মানুষের অকারণ ভিড়ে আপনার ব্যক্তিগত পরিসর বিঘ্ন হবে না,হাত-পা ছড়িয়ে ঘোরা ফেরা করতে পারবেন ।সবচেয়ে বড় খবর হলো এখানে আপনি যদি বসবাস করতে চান তাও করতে পারবেন একেবারে বিনামূল্যে ও মাস গেলে ভারতীয় মুদ্রায় প্রায় ৪০,০০০ টাকা নগদ পাওনা।অবাক হচ্ছেন,ভাবছেন ভুল বলছি ।একদম না,একেবারে সত্যি কথা বাস্তব।তাহলে একটু খুলেই বলা যাক।
জায়গাটি হলো গ্রীস দেশের এথেন্স থেকে ৪৫ মিনিটের উড়ান পথে অ্যান্টিক্যাথেরা দ্বীপে যেখানে বর্তমানে খুব অল্প সংখ্যাক লোকই বসবাস করে থাকে।প্রশাসন চাইছে যে এখানে জনসংখ্যা বাড়ুক,জায়গাটির অর্থনৈতিক ভাবে উন্নতি হোক।কিন্তু তার জন্যে চাই মানুষের সংখ্যাবৃদ্ধি।তাই গ্রীস প্রশাসন চাইছে যারা এই অঞ্চলে এসে বসবাস করবেন তাদের থাকার জন্য বাসস্থান,খাবার বিনামূল্যে দেওয়া হবে ও তার সঙ্গে নগদ টাকা।
তবে এতো সুবিধার কথা শুনেই যারা এখনই ঠিক করে নিয়েছেন যে ওখানে যাবেন তাদের একটা কথা বলে রাখি, ওখানে বিদ্যুৎ ,ইন্টারনেট পরিষেবা থাকলেও কোনো টাকা তোলার এটিএম নেই,দোকানের সংখ্যাও খুবই কম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্যে জাহাজের অপেক্ষা করতে হয়।তবে ভ্রমণ পিপাসুর দল যদি ওখানে গেয়ে দিন কয়েক থাকতে চান তাহলে তো কোনো নেই,কারণ জায়গাটির নৈসর্গিক শোভা দেখার মতন।আপনাদের সকলের দেখার জন্যে এক ভিডিও ক্লিপ দিলাম। আশা রাখি দেখলে পরে ভালো লাগবে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment