Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was no restraint before him. G

Secularism in BALI

Bali and its Secularism

Let's find out today about a place where minority religious sentiments are not harmed, where mutual trust and coexistence prevails among all, no matter what their religion is. Do you think there is such a place in this world? Yes, we have it in Asia. You must have heard the name of Indonesia. Yes, you are right. Wondering how it is possible to respect the rights, beliefs and religious sentiments of minority people in a Muslim-majority country.

We are all familiar with 'Bali Island' of Ramayana, a great book of Hinduism. So this Bali, an island in Indonesia where you can see statues of many Hindu gods and goddesses on both sides of the road which has multiplied the beauty of Bali. With a population of 220 million Muslims, various Hindu deities are revered there. Even when it comes to covering this collection of Bali gods and goddesses courtesy of an Islamic head of state, the administration strongly refuses to accept it because they believe the sand idols are all theirs. It is part of the culture. It shows their tolerance, although the administration of the neighboring island of Java has not shown this determination. So, if one visits this place, one can easily see a woman wearing hijab outside the Hindu temple selling fruits.

As a result of honoring the majority, Bali is gradually gaining a place on the world map as one of Indonesia's tourist destinations. Despite being 1 percent of the population, the Bali administration sets Indonesia's visa policy. Hindu-dominated Bali has been leading the way in Muslim-dominated Indonesia, leaving its mark on the economy.

If you can afford it, then visit  such a place where the name of religion is not arrogant, there is only mutual trust and respect.

I hope you like the blog. If you like it, write in the comment box.

Bengali Translation 

আসুন আজ আমরা এমন একটা জায়গার কথা জানবো যেখানে সংখ্যালঘু ধর্মীয় ভাবাবেগের উপর কোনো আঘাত আনা হয় না,যেখানে পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থান বিরাজ করে সকলের মধ্যে তা সে যে ধর্মেরই হোক না কেন।কী ভাবছেন, এরকম জায়গা কী সত্যি আছে এই পৃথিবীতে? হ্যাঁ ,তা আছে আমাদের এই এশিয়া মহাদেশেই ।ইন্দোনেশিয়া দেশটির নাম নিশ্চয়ই শুনেছেন।হ্যাঁ ঠিকই ধরেছেন জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিমপ্রধান দেশ।সন্দেহ হচ্ছে তাই তো? ভাবছেন মুসলিমপ্রধান দেশে কীভাবে সংখ্যালঘু মানুষের অধিকার ,বিশ্বাস ও ধর্মীয় ভাবাবেগের সন্মান দেওয়া সম্ভব ।  


আমরা সকলেই হিন্দুধর্মের এক মহাগ্রন্থ রামায়ণের 'বালি দ্বীপ ' সঙ্গে পরিচিত আছি।তো এই বালিদ্বীপ ,ইন্দোনেশিয়া দেশের অন্তর্গত এক দ্বীপ যেখানে রাস্তার দুই ধারে আপনি অনেক হিন্দু দেব-দেবীর মূর্তি দেখতে পাবেন যা বালিদ্বীপটির শোভা বহুগুন বৃদ্ধি করেছে।ভাবুন তো , যে দেশের ২৬ কোটি জনসংখ্যার মধ্যে ২২ কোটি মানুষ মুসলমান সেখানেও বিভিন্ন হিন্দু দেব-দেবী সমাদরে পূজিত হয় ।এমনকী যখন কোনো এক  ইসলামী রাষ্ট্রপ্রধানের সৌজন্যে বালিদ্বীপের দেব-দেবীর এই সংগ্রহশালা ঢেকে দেওয়ার কথা ওঠে তখনও বালিদ্বীপের প্রশাসন দৃঢ় ভাবে তা মানতে অস্বীকার করে কারণ তাদের মতে বালির এই মূর্তি সব তাদের সংস্কৃতির অঙ্গ।এটাই তাদের সহিষ্ণুতার পরিচয় দেয় ,যদিও প্রতিবেশী দ্বীপ জাভা প্রশাসন কিন্তু এই দৃঢ়তা দেখাতে পারে নি।তাই,এই জায়গায় কেউ ঘুরতে গেলে সহজেই চোখে পড়তে পারে হিন্দু মন্দিরের বাইরে হিজাব পরিহিতা কোন মহিলা ফল বিক্রী করছেন।

বহুমতকে সন্মান জানানোর সুফল হিসাবে বালি আজ ইন্দোনেশিয়া দেশের এক অন্যতম পর্যটন কেন্দ্ররূপে ক্রমশ পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিচ্ছে।জনসংখ্যার নিরিখে ১ শতাংশ হওয়া সত্ত্বেও বালি প্রশাসন দ্বারা নির্ধারিত হয় ইন্দোনেশিয়ার ভিসা নীতি ।অর্থনীতির ছাপ রেখে হিন্দুপ্রধান বালি মুসলিমপ্রধান ইন্দোনেশিয়াকে পথ দেখিয়ে চলেছে।


যদি সামর্থ্যে কুলায় তাহলে ঘুরে আসুন এইরকম এক জায়গা,যেখানে ধর্মের নাম অহেতুক আস্ফালন নেই,আছে শুধু পারস্পরিক বিশ্বাস ও সন্মান।

আশা করি ব্লগটি ভালো লেগেছে।ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন ।  






 

Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Extinct Custom in India

Interesting facts of 26th January