Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Indian New Years

Colours of New Year in India 

Today is a day of great joy for our Bengalis. Yes, today is the holy Poila Baishakh or the beginning of the new year for our Bengalis. We all hope that the coming bengali new year 1428 will bring a good start for all of us. Many countries of the world welcome their new year in their own way. Again, our country is rich in the culture of the diverse community, so here are the beginnings of many new years. Let's have a look at the coloufull new year festives.

1)Poila Baishakh :

For Bengalis, this special day starts a little differently. Many people go to the Ganges in the morning to bathe and worship in the temple. Those who are involved in trade and commerce open a new account book on this day. In Bangladesh, this day is celebrated with special enthusiasm and is celebrated as a national holiday.

2) Puthandu :

In southern Tamil Nadu, too, the day before this day, or April 14, marks the beginning of the new year. On this day, they worship at the temple with their families and wear new clothes with the blessings of adults like us.

3) Vishu Kani :

In South Kerala also, the beginning of the new year is celebrated on 14th April. It is very common for them to go to the temple in the morning and worship on this day. Besides, there are people wearing new clothes.

4) Bestu or Nav Waras :

This is the beginning of the new year for the Gujarati community and it is celebrated after Diwali. On this day, they wear colorful clothes and make their house colorful and bright.

5) Gudi Padwa:

In Maharashtra, Konkan and Goa regions, the first day of Chaitra marks the beginning of the new year.A colorful start is made by placing a colored cloth in front of the door in an inverted jar.The house is clean and new clothes are worn.

6) Baishaki :

It is celebrated as the beginning of the new year for the Punjabi community in North India, especially the Punjabi community. April 13 or sometimes the 14th of April is the New Year of the Punjabis.On this day, people wear colorful clothes and dance and sing. The day is religious and historical for them at the same time because the day is associated with the holy Khalsa.

7) Ugadi :

This New Year festival is mainly celebrated in the southern Indian states of Andhra Pradesh, Telangana and Karnataka. The first day of Chaitra marks the beginning of the new year. The house is decorated with mango leaves and various flowers on this day.Moreover, many people donate to temples and hospitals on this day.

8) Bohag Bihu :

 

The festival is mainly celebrated in the northeastern state of Assam. The day is also a day for them to celebrate the New Year and harvest. Their new year begins after 7 days in month of Baishakh.However, India is famous for the folk songs and dances that they perform at this time.

Among many other such groups, the beginning of the new year is celebrated in their own way. Although the beginning of the year varies, the purpose of celebrating the festival of each community is the same.The main ideology behind all these festivals is to keep our comming future safe and prosperous.

We all hope so. What do you say about this?

Bengali Translation

আজ আমাদের বাঙালীদের বড়ই আনন্দের দিন।হ্যাঁ ,আজ আমাদের বাঙালীদের পয়লা বৈশাখ বা নতুন বছরের সূচনা।আমরা সকলেই আশা রাখি যে আগামী ১৪২৮ আমাদের সকলের জন্য শুভ সূচনা নিয়ে আসবে।মজার বিষয় হলো যদিও পৃথিবী জুড়ে ১লা জানুয়ারী নতুন বছরের সূচনা হয়ে থাকে তবুও আমাদের দেশসহ পৃথিবীর অনেক দেশেই তাদের নিজের মতন করে নতুন বছরকে স্বাগত জানায় ।আবার আমাদের দেশ যেহেতু বিবিদ সম্প্রদায়ের সংস্কৃতিতে সমৃদ্ধ তাই এখানে অনেকগুলো নতুন বছরের সূচনা দেখা যায়।আসুন আমরা সকলে সেগুলি একবার দেখে নি।   

১)Poila Baishakh :


বাঙালীদের কাছে এই বিশেষ দিনটির শুরু হয় একটু অন্যরকম।অনেকেই সকালে গিয়ে গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দিয়ে থাকে।যারা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা আজকের দিনটাতে নতুন করে হিসাবের খাতা খোলেন।তাছাড়া নতুন জামাকাপড় পরা ও ভালো খাবার খাওয়া তো আছেই।আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আজকের দিনটি বিশেষ উৎসাহের সঙ্গে পালন করা হয় ও জাতীয় ছুটি রূপে পালন করা হয়।

২) Puthandu :


দক্ষিণের তামিলনাড়ুতেও আজকের দিনটির আগের দিন বা ১৪ই এপ্রিল নতুন বছরের শুরু ধরা হয় ।এই দিনটিতে তারা পরিবারের সঙ্গে মন্দিরে পূজা নিবেদন করে থাকে ও আমাদের মতই বড়দের আশীর্বাদ নিয়ে নতুন জামাকাপড় পরে থাকে।

৩) Vishu Kani :


দক্ষিণের কেরালাতেও ১৪ই এপ্রিল নতুন বছরের সূচনা ধরা  হয়ে থাকে।খুব সাধারণভাবে তারা এই দিনটিতে সকাল-সকাল মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকে।তাছাড়া নতুন জামা-কাপড় পরা তো আছেই ।

৪) Bestu or Nav Waras :


এটি গুজরাটি সম্প্রদায়ের নতুন বছরের সূচনা ও এটি পালন হয় দীপাবলীর পরে।দিনটিতে তারা রঙ্গীন পোশাক পরে ও নিজেদের ঘরকেও রঙ্গীন ও আলোকময় করে তোলে।

৫) Gudi Padwa:


মহারাষ্ট্র,কোঙ্কন ও গোয়া অঞ্চলে চৈত্রের প্রথম দিনটিতে নতুন বছরের শুরু ধরা হয়।একটি ওল্টানো ঘটির মধ্যে রঙ্গীন একটি কাপড় দরজার সামনে রেখে দিনটার শুভ সূচনা ধরা হয়।বাড়ী-ঘর পরিষ্কার ও নতুন জামা-কাপড় পরা হয়ে থাকে।

৬) Baishaki :


এটি উত্তর ভারতের বিশেষ করে পাঞ্জাবী সম্প্রদায়ের নতুন বছরের সূচনার উৎসব রূপে পালন করা হয়ে থাকে।১৩ই এপ্রিল বা কখনো ১৪ই এপ্রিল পাঞ্জাবীদের নতুন বছর পালন হয়।এই দিনটিতে রঙ্গীন পোশাক পরে নাচে-গানে মেতে ওঠে।দিনটি তাদের কাছে একই সঙ্গে ধর্মীয় ও ঐতিহাসিক কারণ দিনটি পবিত্র খালসা সঙ্গে জড়িত।  

৭) Ugadi :


এই নববর্ষের উৎসব মূলত দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের,তেলেঙ্গানা ও কর্ণাটক রাজ্যে পালিত হয়ে থাকে ।চৈত্রের প্রথম দিনটিতে নতুন বছরের শুরু ধরা হয়ে থাকে।দিনটিতে আমের পাতা ও নানান ফুল দিয়ে ঘর-বাড়ী সাজানো হয়ে থাকে।তাছাড়া এই দিনটিতে অনেকে মন্দির, হাসপাতালে দানও করে থাকে।

৮) Bohag Bihu :


উৎসবটি মূলত উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে পালিত হয়।দিনটি তাদের কাছে নতুন বছর ও শস্য তোলার দিনও ।বৈশাখ মাসের ৭ দিন পরে তাদের নতুন বছর শুরু হয়।তবে এই সময়ে তারা সমবেত হয়ে যে লৌকিক গান ও নাচ করে তা ভারত বিখ্যাত ।
এরকম আরও অনেক জন গোষ্ঠীর মধ্যে তাদের নিজেদের মতন করে নতুন বছরের সূচনা পালিত হয়ে থাকে।বছরের সূচনার হেরফের থাকলেও প্রত্যেক সম্প্রদায়ের উৎসব পালনের উদ্দেশ্য কিন্তু এক।তা হলো আগামীদিনগুলো যেন সুখ-শান্তিতে কাটানো যায়।

আমরা সকলেই তা আশা করি|আপনারা কী বলেন,এ ব্যাপারে।
 


 

 

 

 

  














 


Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth