Slogans in India
- Get link
- X
- Other Apps
Slogans and its history
At the moment, the biggest news for us, the people of the state, is the election news. It doesn't take much to understand it. However, a slogan has become very popular among the ruling party and the opposition, starting with the ruling party. It would not be wrong to say that the practice of slogans in our country is very old. Only its meaning varies depending on the time. So why is it late, let's take a look at the history of that slogan.
1)'Khela Hobe':
Although this slogan has caused a stir among the opposition parties, the common people and ruling party of Bengal, the birthplace of this slogan was Bangladesh. About five years ago, Shamim Osman, the member of Parliament from the ruling party of Bangladesh, said this while mocking their opposition .Now this slogan itself stands at the crossroads of todays current history.
2) 'Bande Mataram':
It is one of the most successful and popular political slogans in our country. The slogan, borrowed from the literary emperor Bankimchandra's novel 'Ananda Math', was first used in the National Session of the Congress in 1896.It later became a seed mantra for India's freedom fighters.
3)'Jai Hind':
It is actually taken from the part of a play 'Joy Hind' by Ramchandra Karkar. Later, Captain Abid Hasan of Netaji's 'Azad Hind' force shortened the slogan 'Joy Hindustan' and introduced this slogan.
4)'Inkilab Jindabad' :
The slogan was coined by the famous Urdu poet Hasrat Mohani. He coined the slogan in 1921, which was uttered by the heroic revolutionary Bhagat Singh in front of the mighty Englishmen.It later became the political slogan of the left political party.
5)'Karenge ya Marenge':
Gandhiji's proposal to 'Quit India' was adopted at a meeting of the Congress Working Committee on August 7, 1942. After that, Gandhiji loudly said, "Karenge ya Marenge" - either freedom or death. This slogan boost still the minds of common people.
6)'Give me blood,I will give you Independence':
In 1944, in front of the 'Azad Hind' army in Singapore, this slogan was raised by our beloved national hero 'Netaji'.
But one thing we agree on is that whatever the purpose of the slogan, it must touch the minds of the people, draw them to it, only then will it be successful.
Bengali Translation
এই মুহূর্তে আমারা অর্থাৎ রাজ্যবাসীর কাছে সবচেয়ে বড় খবর হলো নির্বাচনী সংবাদ এটা বুঝতে খুব একটা ভাবতে হয় না।তবে এবারের নির্বাচনের শাসক দল থেকে শুরু করে বিরোধী দল ও তার সঙ্গে জনসাধারণের মধ্যে একটি স্লোগান খুবই জনপ্রিয়তা পেয়েছে।হ্যাঁ ,আপনারা ঠিকই ধরেছেন 'খেলা হবে' স্লোগানটির কথা বলছি।একথা বলা হলে ভুল হবে না যে,আমাদের দেশে স্লোগানের চর্চা বহু পুরাতন।শুধু সময়ের সাপেক্ষে তার তাৎপর্য বিভিন্ন।তাহলে আর দেরী কেন,দেখে নেওয়া যাক সেই স্লোগান ইতিহাস ।
১)'খেলা হবে':
এই স্লোগানটি যদিও এপার বঙ্গের শাসক থেকে শুরু করে বিরোধী দল ও জনসাধারণের মধ্যে আলোড়ন ফেলে দিলেও ,স্লোগানটির জন্ম স্থল কিন্তু ওপর বাংলা।বছর পাঁচ আগে ওপর বাংলার শাসক দলের সংসদ শামীম ওসমান তাদের বিরোধীপক্ষকে কটাক্ষ করে কথাটা বলেছিলেন।তারপর এই স্লোগানটি নিজেই এক ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ।
২) 'বন্দে মাতরম':
এটি আমাদের দেশের এক সার্থক ও জনপ্রিয় রাজনৈতিক স্লোগান।সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্রের 'আনন্দমঠ ' উপন্যাসে থেকে নেওয়া এই স্লোগানটি প্রথম ব্যবহার হয়েছিল ১৮৯৬ সালে কংগ্রেসের জাতীয় অধিবেশনে।পরবর্তী কালে যা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাছে বীজমন্ত্র হয়ে ওঠে।
৩)'জয় হিন্দ':
এটি আসলে রামচন্দ্র কারকরে একটি নাটক 'জয় হিন্দ' অংশ থেকে নেওয়া।পরে নেতাজীর 'আজাদ হিন্দ 'বাহিনীর ক্যাপ্টেন আবিদ হাসান 'জয় হিন্দুস্তান' স্লোগানটি ছোট করে এই স্লোগানটি চালু করেন।
৪)'ইনকিলাব জিন্দাবাদ':
স্লোগানটির রচয়িতা হলেন বিখ্যাত উর্দু কবি হাসরাত মোহানি ।১৯২১ সালে তিনি এই স্লোগানটি তৈরী করেছিলেন যা বীর বিপ্লবী ভাগত সিং দৃপ্ত কণ্ঠে পরাক্রমী ইংরেজদের সামনে উচ্চারণ করেছিলেন।পরবর্তী সময়ে স্লোগানটি বাম রাজনৈতিক দলের স্লোগানে পরিণতি পায় ।
৫)'করেঙ্গে ইয়া মরেঙ্গে':
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment