LED Therapy,a revolution
We all know more or less about LEDs. Especially from modern lighting, its application in any mandapa or entertainment event brings a different dimension. But many of us may not know that this LED is one of the modern skin care. This LED therapy has become very popular, especially among youngers . Let's take a look at this today.
This LED therapy is the solution to all the problems of sunburned skin, acne scars or skin rashes. According to dermatologists, this therapy can easily repair the skin in a very short time and return the skin rashes. This method was first applied by NASA in the United States. For their astronauts. Basically, after returning from space, this therapy is applied to their skin care.
This therapy involves wearing a mask first. The mask contains multiple LED lights that penetrate directly into the skin. Basically red and blue light is given. This light of different wavelengths penetrates deep into the skin. This light stimulates and repairs damaged cells.
People who have pimples problem are also treated with this method. This light can reduce the secretion of sebaceous glands under the skin. In fact, the excessive oily secretion of this gland is responsible for this pimple.
Red, yellow and green light is also given in this therapy and it is given for different reasons. Red light reduces skin inflammation and age. Blue light wavelength has antibacterial properties and it helps easily to get rid of acne. Green light protects the skin from dark spots, hyperpigmentation. Yellow light helps to keep the skin fresh and stay away from wrinkles by increasing the production of colajene.
However, before applying this therapy, some precautions need to be taken. For example, if the skin has sunscreen or any kind of makeup, it should be cleaned with water before the therapy. Otherwise, good results may not be obtained. However, this treatment method is not yet affordable for everyone.
However, the solution to the skin problem is in our hands today. What do you say about this? Your thoughtful feedback always inspires me.
Bengali Translation
এল-ই-ডি চিকিৎসা,এক যুগান্তকারী পদক্ষেপ
এল-ই-ডি বা LED সম্পর্কে আমরা কম বেশী সকলই পরিচিত।বিশেষ করে আধুনিক আলোক সজ্জা থেকে যেকোনো মণ্ডপে বা বিনোদনমূলক অনুষ্টানে এর প্রয়োগ এক অন্য মাত্রা এনে দেয়।কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে আধুনিক ত্বক পরিচর্চায় এই এল-ই-ডি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে।বিশেষ করে কমবয়সী ছেলেমেয়েদের মধ্যে এই এল-ই-ডি থেরাপি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।চলুন আজ আমরা একটু এই বিষয়ে দৃষ্টিপাত করি।
সূর্যের কড়া রোদে পুড়ে যাওয়া ত্বক,ব্রণের দাগ বা ত্বকের জৈলুস আনতে সব সমস্যারই সমাধান আছে এই এল-ই-ডি থেরাপিতে।ত্বক বিশেষজ্ঞদের মোতে এই থেরাপিতে খুব কম সময়ে সহজেই ত্বক মেরামত করে ত্বকের জৈলুস ফেরিয়ে দেওয়া যায়।এই পদ্ধতির প্রথম প্রয়োগ করে আমেরিকার NASA তাদের নভোশ্চরদের জন্যে।মূলত মহাকাশ থেকে ফিরে আসা পর তাদের ত্বকের পরিচর্চা এই থেরাপির প্রয়োগ করা হয়।
এই থেরাপিতে প্রথমে একটি মুখোশ পরে নিতে হয়।মুখোশের মধ্যে একাধিক এলইডি আলো থাকে যা সরাসরি ত্বকের মধ্যে প্রবেশ করে।মূলতঃ লাল ও নীল আলো দেওয়া হয়।বিভিন্ন তরঙ্গ দৈর্ঘের এই আলো ত্বকের গভীরে প্রবেশ করে।এই আলো কোষের ক্ষতিগ্রস্ত অংশগুলি উদ্দীপ্ত করে ও মেরামতে সাহায্য করে।
যাদের ব্রণজনিত সমস্যা আছে তাদেরও এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়।চামড়ার নীচে থাকা সিবেসিয়াস গ্রন্থের নিঃসরণ কমিয়ে দিতে পারে এই আলো।আসলে এই গ্রন্থির অতি মাত্রায় তৈলাক্ত নিঃসরণই এই ব্রণের জন্যে দায়ী থাকে।ফলে এই থেরাপিতে তা কমিয়ে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি মেলে।
এই থেরাপিতে লাল ,হলুদ ও সবুজ আলোও দেওয়া হয় এবং তা আলাদা আলাদা কারণে।ত্বকের প্রদাহ ও বয়স কমায় লাল আলো।নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য এন্টিব্যাকটেরিয়াল গুন্ থাকায় তা ব্রণ থেকে সহজেই মুক্তি দেয়।ত্বকের কালো ছোপ,হাইপেরপিগমেন্টেশন থেকে রক্ষা করে সবুজ আলো ।আবার কোলাজেনের উৎপাদন বাড়িয়ে ত্বককে সতেজ রাখা ও বলিরেখা থেকে দূরে থাকতে সাহায্য করে হলুদ আলো ।
তবে এই থেরাপি প্রয়োগের আগে কিছু বিষয়ে সাবধানতা নেওয়া দরকার।যেমন ত্বকে সানস্ক্রিন থাকলে বা কোনো রকম মেকআপ থাকলে তা থেরাপির আগেই জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে।তা না হলে ভালো ফল নাও পাওয়া যেতে পারে।তবে এই চিকিৎসা পদ্ধতি এখনো সকলের জন্যে সহজলভ্য নয়।
তবে যাই হোক ত্বকের সমস্যার সমাধান আজ আমাদের হাতের মুঠোয়।আপনারা কী বলেন এই ব্যাপারে? আপনাদের সুচিন্তিত মতামত সবসময় আমাকে উৎসাহ জোগায়।
Comments
Post a Comment