Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Longest Year 1972

Special 1972 the longest year

Today we are trying to gain some knowledge by looking for the answer to a question. Well tell me which is the longest year in the world so far? Think about it. I know many of you will say that leap year will be the longest year. But leap year is every 4 years.As a result, it is not at all possible to determine which year is the longest.

However, it has been widely calculated that 1972 is still the longest year. It was 2 seconds longer than the average time of the year as a leap year. We can also call it a leap second. Let's see why 1972 was the longest year.

It takes the earth about 24 hours to revolve around its own axis and 365 days to revolve around the sun once. Natural phenomena like day and night, tides, change of seasons depend on this rotation of the earth and we have all known about this since childhood. The speed of this rotation is not always the same, it varies due to various natural causes.

Tides, volcanoes and other natural causes are responsible for this. It has been observed that there is often a difference of 2 seconds due to this difference in speed. This difference in time may not harm your health, but it creates many problems in daily life. We need to adjust the watch we use.

Most of us don't know that we use two clocks to determine this clock. One is the atomic clock and the other is the Coordinated Universal Time or UTC which is called the successor to Greenwich Mean Time. To keep this extra 2 seconds in line with the Earth's ecliptic motion, scientists deliberately add an extra 1 second to minutes 60 seconds on a given day at certain intervals. As a result, the specific minutes becomes 61 seconds instead of 60 seconds. This extra 1 second of the year is called a leap second. Adding this leap second to a clock The International earth rotation and reference systems service determines.

Leap seconds were added from 1972. Leap seconds were added on June 30 and December 31. In these two days, the leap seconds are added. Simply put, the clock is stopped for 1 second at that time. This is announced long before the year in which the leap seconds are added.1972 is the only year in which leap seconds have been added twice, resulting in 2 seconds more than in any other year.

A total of 27 leap seconds have been added since 1972. No leap seconds have been added in any year since 2016. Many have ruled in favor of canceling these leap seconds. That's what happened in June. Adding this leap second to that year caused a big drop in the stock market. In that year, companies like Twitter, Instagram and Amazon also got into a lot of trouble.

I hope you like it. If you like it, you must comment.


Bengali Translation

১৯৭২ দীর্ঘতম বছর 

আজ আমরা একটি প্রশ্নের উত্তর খোঁজার মধ্যে দিয়ে কিছুটা জ্ঞান অর্জনের চেষ্টা করি।আচ্ছা বলুন তো এখনো পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম বছর কোনটি?একটু ভেবে দেখুন।জানি আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে লিপ ইয়ার যে বছর সেটাই দীর্ঘতম হবে।কিন্তু লিপ ইয়ার তো প্রতি ৪ বছর অন্তর হয়ে থাকে ,ফলে নির্দিষ্ট কোন বছর তা দীর্ঘতম তা নির্ধারণ করা মোটেই নয়।   


তবে বিস্তর হিসেবনিকেশ করে  গেছে যে এখনো পর্যন্ত ১৯৭২ সালেই সবচেয়ে দীর্ঘতম বছর।এটি একদিকে যেমন একটি লিপ ইয়ার তেমনই বছরের গড় সময়ের তুলনায় ২ সেকেন্ড বেশী ছিল এই বছর।যাকে আমরা লিপ সেকেন্ডও বলতে পারি ।আসুন এবার দেখি কেন ১৯৭২ সালকেই দীর্ঘতম ধরা হলো


নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে পৃথিবী মোটামুটি ২৪ ঘন্টা থাকে এবং সূর্যের চারিদিকে একবার ঘুরতে ৩৬৫ দিন সময় নিয়ে থাকে।পৃথিবীর এই ঘোরার উপরেই নির্ভর করে দিনরাত,জোয়ার-ভাঁটা,ঋতু পরিবর্তন প্রমুখ প্রাকৃতিক ঘটনা এবং আমরা সকলেই এ বিষয়ে ছোটবেলা থেকেই জেনে এসেছি।কিন্তু পৃথিবীর এই ঘোরার গতি সবসময় এক থাকে না,বিভিন্ন প্রাকৃতিক কারণে তার তারতম্য ঘটে থাকে। 


জোয়ার-ভাঁটা,অগ্ন্যুৎপাত জাতীয় প্রাকৃতিক কারণ এর জন্যে দায়ী থাকে।দেখা গেছে এই গতির তারতম্যের জন্যে অনেক সময়েই ২ সেকেন্ডের পার্থক্য হয়ে যায়।এইসময়ের তারতম্য হয়তো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি আনে না,কিন্তু দৈনিন্দন জীবন যাত্রায় অনেক সমস্যা তৈরী করে।তাই পৃথিবীর গতির সঙ্গে আমাদের ব্যবহার করা ঘড়ির সামঞ্জস্য করা খুব দরকার।


অনেককেই আমরা জানিনা যে আমাদের এই ঘড়ি নির্ধারণের জন্যে ২ রকম ঘড়ি ব্যবহার করা হয়।একটি হলো অ্যাটমিক ঘড়ি এবং অন্যটি হলো কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম বা ইউটিসি যাকে গ্রিনিচ গড় সময়ের উত্তরসুরী বলা হয়ে থাকে।এবার এই বাড়তি ২ সেকেন্ডকে পৃথিবীর আহ্নিক গতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বিজ্ঞানীরা জেনেবুঝেই নির্দিষ্ট সময় অন্তর বছরের কোনো একটি দিনের ১ মিনিটের ৬০ সেকেন্ডের সঙ্গে আরো একটি অতিরিক্ত ১ সেকেন্ড যোগ করে থাকেন।ফলে নির্দিষ্ট মিনিটে ৬০ সেকেন্ডের বদলে ৬১ সেকেন্ড হয়ে থাকে।বছরের এই বাড়তি ১ সেকেন্ডকে লিপ সেকেন্ড বলা হয়।কোন বছরে এই লিপ সেকেন্ড ঘড়িতে যোগ করা হবে তা নির্ধারণ করে আন্তর্জাতিক আর্থ রোটেশন এন্ড রেফারেন্স সিস্টেমস সার্ভিস।


১৯৭২ সল্ থেকে লিপ সেকেন্ড যোগ করা শুরু হয়।৩০ জুন ও ৩১ ডিসেম্বর এই দুই দিনেই মূলতঃ লিপ সেকেন্ড যোগ করা হয়।সহজ করে বলতে গেলে ঐ সময়ে ১ সেকেন্ডের জন্যে ঘড়িকে থামিয়ে দেওয়া হয়।যে বছরে এই লিপ সেকেন্ড যোগ হয় তার অনেক আগেই এ বিষয়ে ঘোষণা করা হয়ে থাকে।১৯৭২ সালই একমাত্র বছর যেখানে দুই বার লিপ সেকেন্ড যোগ করা হয়েছে ,ফলে অন্য বছরের তুলনায় ২ সেকেন্ড বেশী ছিল সেই বছরে।     


১৯৭২ সাল থেকে এখনো পর্যন্ত মোট ২৭ বার লিপ সেকেন্ড যোগ করা হয়েছে।২০১৬ থেকে এখনো পর্যন্ত কোনো বছরেই লিপ সেকেন্ড যোগ করা হয়নি।অনেকেই এই লিপ সেকেন্ডের বাতিলের পক্ষে রায় দিয়েছেন।তাদের বক্তব্য অতিরিক্ত এই সময়ের জন্যে কম্পিউটার সফটওয়্যার সমস্যায় পড়তে হয়।২০১৫ সালে ৩০ জুন এমনই হয়েছিল ।সে বছরে এই লিপ সেকেন্ড যোগ করায় শেয়ারবাজারে বড়ো রকম পতন ঘটেছিলো।ঐ বছরে টুইটার,ইনস্টাগ্রাম ,আমাজন প্রমুখ সংস্থাও অনেক সমস্যার মধ্যে পড়ে।তবে এখনো পর্যন্ত এব্যাপারে কোনো বিকল্প তৈরী হয়নি।


আশা করি বিষয়টি ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

   









 

Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth