Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Maharaja the royal mascot

Air Indias 'Royal Mascot'

Let's get acquainted today with a king who is very dear to all of us. Although this king's outfit is royal, he is not a 'majestic personality'.Even though he is old, the king's huge mustache has not changed. His red sherwani and striped turban still have no folds. From 1947 till today, he has been entertaining the passengers with humility.For those who have not yet understood, I would say that this Maharaja is our national pride Air India's 'mascot' of the internationally renowned Indian state-owned airline.

So this Maharaja turned 75 years old this year. The birth of Maharaja took place in British ruled India. He was born in the hands of Bobby Kuka, the then commercial director of Air India, and Umesh Rao, a well-known advertising artist in Bombay at the time. There seems to have been a special way of making such a mascot.It seems that because at that time India was the land of 'kings' in the eyes of the western countries. Then the country became independent in 1947 but the Maharaja remained with the same dignity.At first the mascot was drawn only for the letterhead of Air India but later the king appeared in various advertisements and grand promotions. Later, the Maharaja's splendor spread to different countries and cities. From the Eiffel Tower to the Statue of Liberty, in Russia  Maharaja is seen in  Kalinka dancing or sometimes helping to wear the dresses to a naked child at famous 'Maneken Peace' in Brussels.

Again, he rode his bicycle on the soil of the country and appeared in the parliament building. Like many other popular Amul girls in our country, he always wore new outfits.For this the Maharaja also received many international awards.There has been a lot of controversy at one time about the use of the Maharaja as the mascot of Indian airlines, but in the meantime the Maharaja has a place of love in the hearts of  every Indians.

However, the Maharaja is perhaps a little upset that he is not able to keep up with the times. At this very moment, many private airlines in the country have put Air India and the Maharaja in a bit of trouble.But we all hope that the mascot glory will remain intact if we all take the right plan and timely service to remain in the market.

What do you say about this,please write in the comment box.


Bengali Translation


এয়ার ইন্ডিয়ার 'রাজকীয় ম্যাসকট'  


আসুন আমরা আজ এমন এক রাজার সঙ্গে পরিচয় করি যে আমাদের সকলের খুব প্রিয়।এই রাজার সাজ রাজকীয় হলেও তিনি কোনো 'রাজসিক ব্যক্তিত্ব' নন।বয়স যদিও হয়েছে তবু রাজার সুবিশাল গোঁফে কোনো পাক ধরেনি।তার লাল রঙের শেরওয়ানি ও ডোরাকাটা পাগড়ীতে আজও কোনো ভাঁজ পড়েনি।১৯৪৬ সাল থেকে আজ পর্যন্ত তিনি বিনয়ের সঙ্গে আপ্যায়ন করে চলেছেন যাত্রীদের।এতক্ষনে ধরতে পেরেছেন নিশ্চই আমরা কার কথা আজ বলতে চলেছি।যারা এখনো বুঝে উঠতে পারেন নি তাদের জন্যে বলি এই মহারাজ হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের সরকারী বিমান সংস্থার এয়ার ইন্ডিয়ার 'ম্যাসকট'।


তো এই মহারাজার বয়স এই বছরে ৭৫ বছর পূর্ণ হলো।মহারাজার জন্ম হয়েছিল কিন্তু পরাধীন ভারতে।সেই সময়ের এয়ার ইন্ডিয়ার কমার্শিয়াল ডিরেক্টর ববি কুকা এবং তৎকালীন বোম্বাইয়ের নামজাদা বিজ্ঞাপন সংস্থার শিল্পী উমেশ রাওয়ের হাত ধরে তার জন্ম।এইরূপ ম্যাসকট বানানোর পিছনে এক বিশেষ ভাবনা কাজ করে ছিল বলে মনে হয়।কারণ সেই সময়ে পশ্চিমি দেশের দৃষ্টিতে ভারতবর্ষ মানেই 'রাজাদের' দেশ।প্রথমে এয়ার ইন্ডিয়ার লেটার হেডের জন্যে আঁকা হলেও পরবর্তী কালে রাজার আবির্ভাব দেখা যায় বিভিন্ন বিজ্ঞাপন ও গ্রান্ড প্রোমোশনের কাজে।তারপর ১৯৪৭ সালে দেশ স্বাধীন হলেও মহারাজার গরিমা একই থেকে যায়।পরবর্তী সময়ে মহারাজার শোভা ছড়িয়ে পরে বিভিন্ন দেশে,শহরে।যেমন আইফেল টাওয়ার থেকে স্ট্যাচু  লিবার্টি, রাশিয়ায় আবার মহারাজা কালিংকা নাচের ভঙ্গিতে দেখা যায়,কখনো বা ব্রাসেলসের বিখ্যাত 'মানেকেন পিস্ ' বা হিসু করা উলঙ্গ শিশুর গায়ে পরম যত্নে পোশাক পরিয়ে দিচ্ছেন।


আবার তিনিই দেশের মাটিতে সাইকেল চেপে সংসদ ভবনে উপস্থিত হন।অনেকটা আমাদের দেশেরই আরো এক জনপ্রিয় আমুলের-বালিকার মতই তার নিত্য নতুন সাজ।এজন্যে মহারাজা অনেক আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন।এককথায় বলা যেতে পারে এই মাসকটের মধ্যে দিয়ে যেন ভারতের ঐতিহ্য,আভিজাত্য ও বিনয়েরই প্রকাশ পেয়েছে। ম্যাসকট-এ মহারাজার ব্যবহার সম্পর্কে একসময়ে অনেক বিতর্ক গড়িয়েছে কিন্তু ততদিনে মহারাজা ভারতবাসীর অন্তরে এক ভালবাসার জায়গা নিয়ে বসে আছে।      
তবে বর্তমানে সময়ের সঙ্গে তাল  মেলাতে না পেরে মহারাজা বোধহয় কিছুটা বিমর্ষ।একথা ঠিক এই মুহূর্তে দেশের মধ্যেই অনেক বেসরকারী বিমান পরিষেবা এয়ার ইন্ডিয়া তথা মহারাজাকে কিছুটা বিপাকে ফেলে দিয়েছে ঠিকই কিন্তু আমরা সকলেই নিশ্চিত সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী পরিষেবা গ্রহণ করলে মহারাজা গৌরব অক্ষুন্ন থাকবে।
আপনারা কি বলেন এই সম্পর্কে,লিখে জানাতে  কমেন্ট বক্সে। 
 









    

Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth