Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Mysterious train journey

Missing Train

Well, suppose all of us suddenly have the opportunity to travel to a beautiful place far by train from the Ministry of Railways free of cost. In fact, we would all be very happy.But if it so happened that the train was supposed to go somewhere but could not reach there and the whole train disappeared unknowingly. No trace of it was found later.No, no such incident has happened in our country. But such an incident happened in Italy exactly 100 years ago today. Let us know the incident in a little detail.

In 1911, on the day of the inauguration of their new train, a railway company called Janetti in Italy planned to carry 100 passengers without fare. The train started its journey with 100 passengers and 6 crew members. The train was even equipped with plenty of food and drinks for its passengers.But in the middle of the train, it disappeared. To this day, no trace of it has been found.

It is known from history that the train had to pass into a tunnel through the chest of the mountain on the way. Surprisingly, the train was not seen to enter or exit through the tunnel. Then many searches were made in the tunnel but no trace of it was found.Even no evidence was found of train accident.

Later, only two people were rescued from the outside of the tunnel, but nothing special was known from them. What they knew was that when they entered the tunnel, they were suddenly filled with white smoke and they somehow jumped out of the train to save their lives.The search in the tunnel had to be stopped for some time during the First World War.

It is even rumored that all 104 passengers on the train were taken to a hospital in Mexico, but their incoherent talks did not indicate how they got to Mexico.Many people mention the theory of time travel,although they could not show any strong reason for this. So what happened to the train? In the end,will it have to spend the rest of the day with the identity of the 'ghost train'.


What do you say? You can try to solve the mystery.


Bengali Translation

ভুতুড়ে ট্রেন 

আচ্ছা মনে করুন হঠাৎ করে আমাদের সকলের কাছে রেলমন্ত্রক থেকে বিনা পয়সায় ট্রেন করে কোনো এক স্টেশন থেকে বেশ দূরের  কোনো এক সুন্দর জায়গায় ভ্রমণের সুযোগ আসলে আমরা নিশ্চই সকলে খুব খুশিই হবো।কিন্তু যদি এমন হয় যে যেখানে যাওয়া হবে বলে ট্রেন যাত্রা,সেখানে ট্রেনটি পৌঁছাতে পারলো না এবং আস্ত ট্রেনটি বেমালুম গায়েব হয়ে গেলো।পরবর্তী সময়ে তার আর কোনো হদিস পাওয়া যায়নি।না, না এইরকম কোনো ঘটনাই আমাদের দেশে হয়নি ভাগ্যিস! কিন্তু আজ থেকে ঠিক ১০০ বছর আগে এইরকম একটি ঘটনাই ঘটেছিলো ইতালিতে।আসুন একটু বিস্তারে ঘটনাটি জেনে নেওয়া যাক।   


১৯১১ সালে ইতালির জেনেটি নামক এক রেল সংস্থা তাদের নতুন ট্রেনের উদ্ভোধনের দিনে ১০০ জন যাত্রীকে বিনা ভাড়ায় ঘোরাবার পরিকল্পনা করে থাকেন।সেই মতন ১০০ জন যাত্রী ও ৬ জন কর্মী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করেছিল।ট্রেনে ছিল খাওয়া দাওয়ার এলাহী ব্যবস্থা।কিন্তু মাঝপথে ট্রেনটি গায়েব হয়ে যায়।আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।


ইতিহাস থেকে  জানা যায় যে ট্রেনটি যাত্রাপথে পাহাড়ের বুক চিরে একটি সুড়ঙ্গ পথ পড়ে।আশ্চর্যজনক ভাবে ট্রেনটি নাকি সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে আর বের হতে দেখা যায়নি।তারপর সুড়ঙ্গের মধ্যে অনেক খোঁজা হয়েছে কিন্তু তার আর কোনো চিহ্ন পাওয়া যায়নি ।এমনকি ট্রেনটির কোনো দুর্ঘটনা হয়েছে এরূপ কোনো প্রমাণও পাওয়া যায়নি।    


পরবর্তী সময়ে সুড়ঙ্গের বাইরে থেকে কেবল ২ জনকে উদ্ধার করা গিয়েছিলো কিন্তু তাদের থেকেও বিশেষ কিছু জানা যায়নি।তাদের কথা থেকে যেটা জানা গিয়েছিলো তা হলো সুড়ঙ্গে ঢোকার সময়ে হঠাৎ করে সাদা ধোঁয়ায় ভরে যায় এবং তারা কোনোক্রমে ট্রেন থেকে লাফিয়ে প্রাণ বাঁচায় ।তারপর তাদের আর কিছু মনে নেই ।প্রথম বিশ্বযুদ্ধের কিছু সময় সুড়ঙ্গের মধ্যে খোঁজ বন্ধ রাখতে হয়।


এমনকি এমনও শোনা যায় যে এই ১০৪ জন ট্রেনটির যাত্ৰীসকলকে মেক্সিকোর কোনো একটি হাসপাতালে ভর্তি করা হয়।কিন্তু তাদের অসংলগ্ন কথা থেকে এটা জানা সম্ভব হয়নি যে কিভাবে তারা মেক্সিকোতে পৌছালো।অনেকে আবার  ট্রাভেলের কথা উল্লেখ করেন,যদিও এর সাপেক্ষে তারা কোনো জোরালো কারণ দেখাতে পারেননি।তাহলে ট্রেনটির কি হলো?শেষ পর্যন্ত কি তা 'ভুতুড়ে ট্রেন' এর পরিচয় নিয়ে কাটাতে হবে বাকি দিনগুলি।

আপনি কি বলেন?চেষ্টা করে দেখতে পারেন রহস্য সমাধানে। 




 








Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth