Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Legacy of Marathon race

World dangerous Marathon 

We all hope we've seen the marathon and know something about it.It's like the race came from the ancient Greek country.According to the famous Greek philosopher Herodotus, a Greek messenger named Phedipides traveled 240 km to the Spartan Empire to save the Athenian Empire from Persian invasion.However, he died on the way back and it is said that he did not take a rest on his long way.But few people know that in today's world there are many marathon races that are not less risky and difficult.Let us have a brief look on that.

1)Marathon the sabol:

The marathon runs across the Sahara Desert, known as the toughest marathon in the world. In 1984, French concert promoter Patrick Bawa was the first to run on this route.This competition was held at a later time under his inspiration.

The contestants had to walk on hot sand at a temperature around 50 degrees. They had to deal with a desert storm. In 1994, the Italian Mour Prospari was lost in such a severe storm. Later he was rescued 9 days later.During this long period he survived by drinking bat blood and his own urine.

2)The great Wall Marathon :

The marathon is held every year in the third week of May in a part of the Great Wall of China, where participants have to climb about 5,174 steps on a rocky path. It has been held since 1999.

3)Everest Marathon:

The marathon is held at the highest point in the world. Inspired by the famous mountaineers Tenzing Norgay and Edmund Hillary, the marathon is held on May 29 every year. Starting from the base camp of Mount Everest, the competitors have to go about 60 km. It is divided into 3 stages 'Extreme Ultra', 'Full Marathon' and 'Half Marathon'.The journey is very tough and full of life risk.

4)Dragons back race:

Participants in this competition have to work as hard as running on the back of a dragon. Competitors have to cross a long mountain path from North Wallace to South Wallace. Competitors have to go through a very steep path. There is a lot of possibility of falling down in every step. So far this competition has been held only 5 times.

Hope you like the blog.


Bengali Translation


ভয়ানক ম্যারাথন রেস 

আমরা সকলেই আশা করি ম্যারাথন দৌড় দেখেছি ও এ ব্যাপারে কিছু বিষয় জানি।যেমন এই দৌড় প্রাচীন গ্রিক দেশ থেকে হয়ে আসছে।বিখ্যাত গ্রিক দার্শনিক হেরোডেটাসের কথা অনুসারে এথেন্স সাম্রাজ্যকে পারস্য আক্রমণ থেকে বাঁচাবার জন্যে ফেইডিপাইডস  নামক এক গ্রিক দূত দীর্ঘ ২৪০কিমি  অতিক্রম করে স্পার্টা সাম্রাজ্যে গিয়েছিলেন সাহায্যের আশায়।যদিও ফিরে আসার পথেই তিনি মারা যান এবং এও বলা হয় যে তিনি পথে একটুও বিশ্রাম না নিয়ে যাত্রা করেছিলেন।কিন্তু খুব লোকই জানি যে বর্তমান পৃথিবীতেও এমন অনেক ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় যা কম ঝুঁকিপূর্ণ নয় এবং কঠিন।আসুন এইরকম কিছু ম্যারাথনের পরিচয় নিই।

১)ম্যারাথন দ্যা সাবল:


প্রতিবছর দক্ষিণ মরক্কোয় প্রায় ৬ ধরে ২৫১ কিমি রাস্তা পার হয়।সাহারা মরুভূমির উপর দিয়ে এই ম্যারাথন দৌড় পৃথিবীর সবচেয়ে কঠিন দৌড় হিসাবে পরিচিত।১৯৮৪ সালে ফরাসী কনসার্ট প্রোমোটার প্যাট্রিক বাওয়া সর্বপ্রথম এই পথে দৌড় লাগান।তার অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


৫০ ডিগ্রি তাপমাত্রায় গরম বালির উপর দিয়ে হেঁটে যেতে হয় প্রতিযোগীদের।তার সঙ্গে মোকাবিলা করতে হয় মরুঝড়।১৯৯৪ সালে ইতালির মৌর প্রোসপারি প্রচন্ড মরুঝড়ে হারিয়ে গিয়েছিলেন।৯ দিন পর  উদ্ধার  হয়।এই দীর্ঘ সময়ে তিনি বাদুড়ের রক্ত ও নিজের মূত্র পান করে বেঁচেছিলেন।   

২)দ্যা গ্রেট ওয়াল ম্যারাথন:


প্রতি বছরে মে মাসের তৃতীয় সপ্তাহে চীনের প্রাচীরের একটি অংশে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়ে থাকে যাতে পাথুরে পথে প্রায় ৫ হাজার ১৬৪ সিঁড়ি পেরোতে হয় প্রতিযোগীদের।১৯৯৯ সাল  থেকে এটি অনুষ্ঠিত হয়ে আসছে।

৩)এভারেস্ট ম্যারাথন:


এই ম্যারাথন প্রতিযোগিতা পৃথিবীর সর্বোচ্চ স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে।বিখ্যাত পর্বতারোহী তেনজিং নোরগে ও এডমন্ড হিলারির অনুপ্রেরণাতেই এই প্রতিযোগিতা প্রতি বছর ২৯ মে তে অনুষ্ঠিত হয়ে থাকে।মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প থেকে শুরু হয়ে প্রায় ৬০ কিমি যেতে হয় প্রতিযোগীদের।'এক্সট্রিম আলট্রা ','ফুল ম্যারাথন' ও 'হাফ ম্যারাথন' এই ৩ টি পর্যায়ে এটি ভাগ করা হয়েছে।রাস্তা যে দুর্গম তা বলার অপেক্ষা থাকে না।

৪)ড্রাগনস ব্যাক রেস:


ড্রাগনের পিঠের  উপর দিয়ে যেমন দৌড়ানো কঠিন ঠিক তেমনই পরিশ্রম করতে হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের।উত্তর ওয়ালেস থেকে দক্ষিণ ওয়ালেস পর্যন্ত দীর্ঘ পাহাড়ী পথ অতিক্রম করতে হয় প্রতিযোগীদের।অত্যন্ত খাড়া পথ দিয়ে যেতে হয়।পা পিছেলে পড়ার সম্ভবনা প্রচুর।এখনো পর্যন্ত মাত্র ৫ বার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে।

 




 



  

Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth