Puzzle Tumbstone
- Get link
- X
- Other Apps
বিনের স্মৃতিসৌধ ধাঁধা
সম্প্রতি অনেকেরই নজরে একটি খবর হয়তো সামনে এসেছে।স্মৃতি সৌধের একটি ধাঁধার সমাধান করতে সময় লেগে গেছে প্রায় ৪০ বছর।মনে হয়তো প্রশ্ন হতে পারে কেন স্মৃতি সৌধের উপর এমন ধাঁধা রাখা হয়েছে এবং কি তার উদ্যেশ্য।পুরো ব্যাপারটা জানতে গেলে আমাদের একটু সময়কে পিছনে ফিরে দেখতে হবে।
এরপর স্যামুয়েল দ্বিতীয় বিয়ে করেন সুসেন ক্লেগকে এবং তাদের একটি কন্যা সন্তানও হয়।কিন্তু ১৮৬৭ সালে দ্বিতীয় স্ত্রীও মারা যান।পরপর দুটি ঘটনায় তিনি ভেঙে পড়েন।কিন্তু তিনি তার দুই স্ত্রীকে খুব ভালোবাসতেন।তাই তাদের মৃত্যুর পর তাদের স্মৃতি সৌধ পাশাপাশি গড়ে তোলেন।এরপর নিজের ভালোবাসাকে চিরস্মরণীয় করে তুলতে তিনি বিভিন্ন হরফে ২২৫ টি অক্ষরে ধাঁধা সাজিয়ে দেন।সেই ধাঁধার সমাধান করতে ৪০ লাগলো।১৯৭০ সালে ৯৪ বছরের এক বৃদ্ধা এর সমাধান করেন।তিনি এই ধাঁধার উত্তরে স্যামুয়েলের তার দুই স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার কথা উল্লেখ করেন তিনি তার দুই স্ত্রীর পরিচয় এই ধাঁধায় জানিয়েছেন।শুধু তাই নয় তিনি তার ধাঁধার মাধ্যমে ঈশ্বরকে এই বলে ধন্যবাদ জানিয়েছেন তাকে এরকম দুই মহিলাকে স্ত্রীরূপে পাওয়ার জন্যে।এবং তিনি আশা করেছেন তাকেও যেন সেই অনন্তলোকে ঈশ্বর পুনরায় তার দুই স্ত্রীয়ের সঙ্গে দেখার সুযোগ করে দেবেন।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment