Looking back 2020
- Get link
- X
- Other Apps
Year 2020 ! is only a figure or more than that ??
It is surprising to have a look at the political crisis that had taken place in our country after the post pandamic COVID-19.More amazing to say that all the political parties either regional or national are taking the full advantage at the cost of common peoples life.
Bengali Translation
বছর 2020! শুধুমাত্র একটি সংখ্যাচিত্র বা তার চেয়ে বেশি ??
মহামারী COVID-19-এর পরে আমাদের দেশে যে রাজনৈতিক সঙ্কট সংঘটিত হয়েছিল তার এক ঝলক দেখলে অবাক হতে হয়।আমাদের অবাক করে,যখন দেখি যে আঞ্চলিক বা জাতীয় সমস্ত রাজনৈতিক দলই সাধারণ মানুষের জীবনের বিনিময়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে চলেছেন ।
আমাদের দুঃখ-দুর্দশা লাঘব করা বা সত্যিকারের সহানুভূতি প্রকাশ করার জন্য একটি রাজনৈতিক দলও আমাদের সামনে এসে দাঁড়ায়নি।আমরা জনসাধারণ এই সমস্ত মেকি রাজনীতিবিদ বাছাই করতে গিয়ে নিজেদের গণতান্ত্রিক বিশ্বাসের উপরেই সন্দেহ জাগে। আমি জানি না কোথায় এর সমাধান আছে?তবে এই পরিস্থিতির কিছু ইতিবাচক দিকও আমাদের কাছে এসেছে।প্রথমত আমরা সহজেই এই সমস্ত নোংরা রাজনীতিটি আরও স্পষ্টভাবে চিহ্নিত করতে পেরেছি।দ্বিতীয়ত আমরা প্রকৃতিকে আবারও একবার তার নির্মল ওপবিত্র রূপে ফিরে পেয়েছি,যা কিছুটা হলেও সুখকর।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment