Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Autism with humanity

Autism,'A disease of spectrum' 

Let's first get acquainted with some famous people today. I know many of them we know or know a little bit, but there is a special purpose to know about them.

Albert Einstein: He is one of the first class scientists in the world. He is the greatest physicist in the world, but many do not know that he could not speak well in his childhood, even when he grew up he could not get along well with everyone. It is said that he used to say the same sentence over and over again when he went to speak.

Lewis Carl: Many of us have read the story "Alice in Wonderland."But most people know that he did not express himself socially, he was not comfortable mixing with his peers, but he loved to mix with the little ones.

Charles Darwin: The world-famous biologist loved to be alone, he could not concentrate on different things together, he used letter writing to communicate with people.

One aspect of all the personalities discussed above we see very clearly is that they have not grown up like the other healthy or so called normal peoples. In fact, they are all special nerve sufferers.Yes, they are all victims of 'autism'. At present, in the medical world, it is no longer just a disease, but autism is considered as a 'spectrum' of various diseases, which can manifest in different ways. People with autism, like us, have the ability to taste everything, maybe more than we do, but its expression is beyond our comprehension. It will help them to grow up.So we treat them indoors and outdoors, which is not justified at all. So we need to create an autism-friendly environment that will help them grow up to be like them.

We all look forward to that good day tomorrow.

Bengali Translation

আসুন আজ প্রথমে আমরা কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে একটু পরিচয় সেরে ফেলি।জানি এদের অনেকেই আমরা চিনি বা কিছুটা জানি,তা সত্বেও এদের সম্পর্কে জানার এক বিশেষ উদেশ্য আছে বৈকি।

অ্যালবার্ট আইনস্টাইন  :পৃথিবীর মধ্যে প্রথম শ্রেণীর যে কয়েকজন বিজ্ঞানী আছেন,তাদের মধ্যে তিনি অগ্রগণ্য।তিনি জগৎশ্রেষ্ঠ পদার্থবিদ,কিন্তু অনেকেই জানেন না যে তিনি তার শৈশবে ভালো করে কথা বলতে পারতেন না,এমনকি বড় হয়েও তিনি সকলের সঙ্গে ভালো ভাবে মিশতে পারতেন না।এও জানা যায় যে তিনি কথা বলতে গিয়ে প্রায় সময়েই একই বাক্য বার বার বলতেন।

ল্যুইস কারল:'এলিস ইন ওয়ান্ডারল্যান্ড ' গল্পটি আমরা অনেকেই পড়েছি।কিন্তু খুব লোকই জানে যে তিনি নিজেকে সামাজিক ভাবে প্রকাশ করতেন না,সমবয়সিদের সঙ্গে মেশার ব্যাপারে তিনি স্বচ্ছন্দ না,বরং তিনি  ছোটদের সঙ্গে মিশতে ভালোবাসতেন।

চার্লস ডারউইন:পৃথিবীখ্যাত জীববিজ্ঞানী একা থাকতে ভালোবাসতেন,বিভিন্ন বিষয়ে একসঙ্গে তিনি মনোসংযোগ করতে পারতেন না,মানুষের সঙ্গে যোগাযোগের জন্যে তিনি চিঠি লেখাকে অবলম্বন করেছিলেন। 

উপরের আলোচিত সকল ব্যক্তিত্বের একটি দিক আমরা খুব স্পষ্ট দেখতে পাই ,যে এনারা আর পাঁচজন সুস্থ বা স্বাভাবিক মানুষের মতন বড় হননি।আসলে এনারা সকলেই এক বিশেষ স্নায়ু শিকার।হ্যাঁ,ঠিকই ধরেছেনএরা সকলেই 'অটিজমের ' শিকার।গত ২রা এপ্রিল সারা বিশ্বে চতুর্দশতম অটিজম দিবস অনুষ্ঠিত হয়ে গেলো।বর্তমানে চিকিৎসা জগতে এটিকে আর শুধু অসুখ বলে করা হয়্না ,বরং অটিজমকে নানা ব্যাধির একটি 'স্পেকট্রাম' রূপে ধরা হয়, যা বিভিন্ন ভাবে প্রকাশ পেতে পারে। যারা অর্টিজমের শিকার তাদের আমাদের মতই সবকিছুর স্বাদ গ্রহণের ক্ষমতা থাকে,হয়তো আমাদের থেকে বেশী কিন্তু তার প্রকাশভঙ্গী আমাদের সাধারণের বোধগম্যের বাইরে।তাই আমরা ঘরে-বাইরে তাদের সঙ্গে অসহিষ্ণুতার মতন ব্যবহার করে থাকি যা একেবারেই নয়।তাই এক অটিজমবান্ধব পরিবেশ তৈরী করতে হবে,যা তাদেরকে তাদের মতন করে বড় হতে সাহায্যে করবে।

আমরা সকলেই আগামীদিন সেই শুভক্ষনের আশায় রইলাম। 

     


Comments

Popular posts from this blog

Unique Vaccination Centre

Interesting facts on Earth

Amazing Wedding dress