Interesting food facts
- Get link
- X
- Other Apps
আজ আমরা একটু খাবার দাবার জগতের বিভিন্ন মজার না জানা কথা জানার চেষ্টা করবো।ভাবছেন এ আবার নতুন কী !আসলে প্রতিদিনই আমরা সকলে জীবন ধারণের জন্য বিভিন্ন জিনিস খেয়ে থাকি,তার কিছু পুষ্টিদায়ক থাকে বা লোভনীয়ও হয়ে থাকে। কিন্তু সেই খাবার খাওয়ার সময় অনেক কথা লুকিয়ে থাকে,যা আমরা জানতে পারি না।আসুন এক ঝলক দেখে নেওয়া যাক।
১)পাউন্ড কেক :জানেন কী এর এরূপ নামকরণ কেন?আসলে এই কেক তৈরীর জন্য যে যে উপকরণ লাগে যেমন-ডিম ,মাখন ,চিনি এ সব পরিমানে এক পাউন্ড করে দরকার লাগে,সেই থেকে কেকটিও এক "পাউন্ড কেক" নাম পরিচিত।
২)ক্র্যাকার বিস্কুটে ছিদ্র :আমরা সকলেই ক্র্যাকার বিস্কুট খেতে ভালোবাসি।তাই তো?কিন্তু কখনো কী ভেবে দেখেছেন ক্র্যাকার এই ছিদ্র থাকে কেন?তার কারণ বিস্কুট ছিদ্রবিশিষ্ট হওয়ায় বায়ুকণা চলাচল করে ও তা খারাপ হয়ে যাওয়া থেকে বাঁচায়।
৩) লঙ্কার ঝাল: ঝাল লঙ্কা খেয়ে আমরা সকলেই চোখের জল ফেলেছি।কিন্তু জানেন কী এই ঝাল বোধটা আমাদের জিভের নয়,এটা আসলে আমাদের মস্তিষ্কের স্নায়ুর খেল।আসলে লঙ্কা দানার মধ্যে ক্যাপসাইকিন নামক এক ধরণের রাসায়নিক থাকায় এরকম হয়ে থাকে।
৪)ফ্রেঞ্চ ফ্রাই :এটা আমাদের অনেকেরই মুখরোচক খাবার।কিন্তু জানেন কী নামটা ফ্রেঞ্চ থাকলেও এর জন্মস্থল হলো বেলজিয়ামে।আসলে এর কাটার রকম "ফ্রেঞ্চ কাট" থেকে আসায় এর এরূপ নামকরণ।
৬)মধূ আসলে মৌমাছির বমি:হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা যে সুস্বাস্থ্যের জন্য মধূ খেয়ে থাকি,তা আসলে মৌমাছির মুখ থেকে উগরে দেওয়া বমি যা এক জৈবরাসায়নিক প্রক্রিয়াতে তৈরী হয়ে থাকে।
Translation :
Today we will try to find out some interesting things in the world of food chess. You are wondering what is new again! In fact, every day we all eat different things to sustain life, some of which are nutritious or even tempting. But there are many things that are hidden when we eat that food, which we do not know.Let us look at a glance.
1) Pound cake: Do you know why it is so named? In fact, the ingredients needed to make this cake, such as eggs, butter, sugar in all the amount of one pound is needed later, the cake is also known as a "pound cake".
2)Cracker holes: We all love to eat cracker biscuits. So? But have you ever wondered why crackers have these holes? The reason is that the biscuits have holes and the air particles move to prevent them from getting bad.
3)Chili and its taste: We have all shed tears after tasting chili.But do you know that this feeling or burning sensation is not in our tongue, it is actually a nerve game of our brain. Actually a chemical named capsaicin present in the seeds is responsible for the sense.
4) French fries: It is a delicious food for many of us. But you know what, even though the name is French, its birthplace is in Belgium. Actually it has been named after the slicing style originated from france.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment