Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Quarantine and its History

The word quarantine is a burning horror for us today. Especially when the memory of last year's Kobid-19 is still very vivid to us.This quarantine panic has completely disrupted the lives of ordinary people in our country, which will continue in 2021. But you would be surprised to know that this is not the first time.This quarantine or house arrest has been seen in a village called Yam in England about 350 years ago. Let's have a look of it.

However, the quarantine was caused by an epidemic called the plague, which was basically a bacterial disease and was carried by rats.With a little familiarity with history, we all know how terrible the plague was at that time in England and in European countries.

The disease came to that country through a tailor's formula which soon took the form of an epidemic that claimed the lives of about 250 people.The head of the village soon instructed them to strictly observe the quarantine. As a result, no one from outside or outside the village could enter the village at that time.At that time, they used to disinfect various things in water mixed with vinegar.They maintained it nearly around a year before the normal life resumes.

Please comment if you like the blog.

Bengali Translation

কোয়ারেন্টাইন শব্দটা আজকে আমাদের কাছে এক জ্বলন্ত বিভীষিকা।বিশেষ করে যখন গেল বছরের কোবিদ-১৯ এর স্মৃতি আমাদের কাছে বেশ সজীব।এই কোয়ারেন্টাইন আতঙ্ক আমাদের দেশের সাধারণ জনগণের জীবনযাত্রাকে একেবারে ছন্নছাড়া করে তুলেছে যার রেশ এই ২০২১-তেও চলছে।কিন্তু জানলে অবাক হবেন যে এই কোয়ারেন্টাইন বা ঘরবন্দী দশা এই প্রথম নয়,আজ থেকে প্রায় ৩৫০ বছর আগে ইংল্যান্ডের ইয়াম নামক গ্রামে দেখা গিয়েছিলো ।আসুন তার এক ঝলক দেখে নি।   


তবে এই কোয়ারেন্টীনের জন্য দায়ী ছিল প্লেগ নামক এক মহামারী রোগের সংক্রমণ যা মূলতঃ এক বেক্টেরিয়াজনিত রোগ ও যার বাহক ছিল ইঁদুর।ইতিহাসের সঙ্গে সামান্য পরিচয় থাকলে আমরা সকলেই জেনেছি যে সে সময় প্লেগ কী ভয়ানক আকার ধারণ করেছিল ইংল্যান্ডে ও ইউরোপীয় দেশগুলিতে।


সেই দেশেতে রোগটি এসেছিলো এক দর্জির সূত্র ধরে যা শীগ্রই মহামারী আকার ধারণ করে প্রায় ২৫০ জনের প্রাণ কেড়ে নেয়।গ্রামপ্রধান শীগ্রই ব্যাপারটি বুঝতে কঠোর ভাবে কোয়ারেন্টাইন পালনের কথা নির্দেশ দেন।তারফলে কেউ সে সময় গ্রামের বাইরে বা বাইরে থেকে কেউ সে গ্রামে আসতে পারতো  না।সে সময়তে তারা ভিনিগার মেশানো জলে বিভিন্ন জিনিসকে জীবাণুমুক্ত করে নিতো।এইরূপ কঠোর বিধি ১ বছর ধরে পালন করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।


আশা করি ব্লগটি পরে ভালো লাগলো।





Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth