Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was no restraint before him. G

Unusual fact in public bus

Bitter Bus Journey

Every one of us has to go through various strange events in the course of our daily life. some of those events that happen in the course of our life gives us joy, and some makes our minds bitter.I would like to share with you today such a bitter event. However, I think it happens to all of us at some point.

The event took place a couple of days ago.I got on the bus back home like every day. There were several passengers in the bus.There was no more seat vaccant at our side(No seats are now indicated as Gents side for unknown reason) though some seats were still vaccant at ladies side.We were surprised to see a woman sitting at our side seat instead of ladies seat that was lying vaccant. Some of us politely asked her to leave the seat and go to ladies seat so that a male passenger could come and sit in that seat.Those who commute in crowded buses daily can realize the value of an empty seat.


Even few female passengers agreed with us and made the same request to her. But to the surprise of all of us, she did not leave the seat and started arguing with us . As a result, my mind became bitter on the way back to the office.A polite question of mine to the transport authority, when men and women are equally proficient in all matters,why  such a distinction is being maintained in public bus?

What do you say? I think you all agree with me in this view.

Bengali Translation

রোজকার জীবনের চলার পথে আমাদের প্রত্যেকেই নানান বিচিত্র ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়।জীবনের চলার পথে সেই সকল ঘটে যাওয়া ঘটনার কোনটা আমাদের আনন্দ দেয়,আবার কোনো ঘটনা আমাদের মনকে তিক্ত করে তোলে।আমি আজ আপনাদের  কাছে এরকমই এক তিক্ত ঘটনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।যদিও আমার মনে হয়,আপনাদের সকেলেরই সঙ্গে কোন না কোন সময় এরকম হয়ে থাকে।

এই দিন দুয়েক আগের ঘটনা।আমি প্রতিদিনের মতন বাড়ী ফেরার বাসে উঠে বসেছি।বাসে বেশ কিছু যাত্রীও বসে আছে।কয়েকটি লেডিস সিট তখনও খালি রয়েছে কিন্তু অপর প্রান্তের(যদিও আগের মতন  জেন্টস সিট্ আর উল্লেখ থাকে না অজ্ঞাত কারণে ) আর কোন সিট্ খালি নেই।আমরা অবাক হয়ে দেখলাম একজন মহিলা তাদের নির্ধারিত আসনে না বসে এদিকের সিটে বসে আছে।আমরা কয়েক জন ওনাকে বিনীত ভাবে অনুরোধ করলাম যাতে উনি আমাদের এই  দিকের সিটটা ছেড়ে দিয়ে ওনাদের নির্ধারিত আসনে গিয়ে বসেন,তাহলে কোন পুরুষযাত্রী এসে সেই সিটে বসতে পারে।ভীড় বাসে যারা  নিত্য যাওয়া-আসা থাকি তারা একটি খালি আসনের মূল্য বোঝে।


এমনকি জনা কয়েক মহিলা সহযাত্রীও আমাদের সঙ্গে সহমত হয়ে ওনাকে একই অনুরোধ করলেন।কিন্তু আমাদের সকলকে অবাক করে দিয়ে উনি ওই সিট্ না ছেড়ে আমাদের সঙ্গে অযৌক্তিক তর্ক-বিতর্ক শুরু করে দিলেন।ফলে অফিস ফেরার পথে মনটা তিক্ত হয়ে উঠলো।এপ্রসঙ্গে আমাদের পরিবহন দপ্তরের কাছে এক বিনীত প্রশ্ন,যখন পুরুষ-নারী সকল বিষয়ে সমান পারদর্শী ,তখন এরূপ বিভেদ কেন রাখা হচ্ছে?আমার মনে হয় বিষয়টা তাদের একটু ভাবা দরকার।

আপনারা কী বলেন?মনে হয় আমার সঙ্গে এবিষয়ে আপনারা একমত হবেন।      














          

Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Extinct Custom in India

Interesting facts of 26th January