Tragic death in Election
- Get link
- X
- Other Apps
Tragic death and some Questions
Well tell me when will we learn to have true respect for democracy in the country. When will we all learn to participate in the celebration of democracy together.When we will think that victory or defeat is a natural process of democratic structure.Thinking why am I speaking all these.The tragic death of some few lives in the fourth round state assembly elections brings some questions to us.The tragic death that happened to us may happen again tomorrow if we are not all more vigilant.So, I am trying to point out some guidelines that can be considered :
1) We all have to play a more responsible role,whether it may be for a political leader or the security officer in charge of the election.
2) Our common people also need to be more aware, so as not to engage in any illegal activities due to temporary excitement.
3) We must remember that it is also our responsibility to build healthy normal relationships with those who have come to conduct our elections properly.
4) Above all, winning the election is a natural endeavor of the democratic structure of the country. We all have to accept this. Just as the defeated party has to collect new fighting materials for the next time , the winning party also has to be more responsible, only then their victory will be justified fruitfully.
I hope the coming days we all are going to enjoy our democracy without any fear and death toll.
Bengali Translation
আচ্ছা বলুন তো আমরা কবে দেশের গণতন্ত্রের প্রতি সত্যিকারের শ্রদ্ধাশীল শিখবো।কবেই বা আমরা গণতন্ত্রের উৎসবেতে সকলে একসঙ্গে সামিল হতে শিখবো।কবেই বা হার-জিতকে গণতান্ত্রিক কাঠামোর একটি প্রক্রিয়ারূপে জানবো।ভাবছেন এইসব কথা কেন বলছি?আসলে পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনের কিছু অনভিপ্রেত ঘটনা আমার মতন অনেককে এমন ভাবতে বাধ্য করছে।চতুর্থদফা নির্বাচন প্রক্রিয়ায় কয়েকটি প্রাণের বলিদান আমাদের সকলের সামনে কিছু প্রশ্ন নিয়ে আসে।যে দুঃখজনক মৃত্যু ঘটনা আমাদের সামনে ঘটেছে তা আগামীদিনও আবার ঘটতে পারে যদি না আমরা সকলে আরও সজাগ হই।তাই আমার মনে হয়, যে বিষয়গুলি আমাদের ভেবে দেখতে পারি তা এরূপ :
১) আমাদের সকলকেই আরও দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে,তা সে নেতা-নেত্রী হোক বা নির্বাচনের দায়িত্বে থাকা নিরাপত্তা আধীকারিক হোক ।
২) আমাদের সাধারণ জনগণকেও আরো বেশি করে সচেতন হতে হবে,সাময়িক উত্তেজনার বশে কোনোরকম যেন আইনবিরোধী কার্যকলাপে লিপ্ত না হয়ে পরে।
৩) আমাদের মনে রাখতে হবে যারা আমাদের নির্বাচনের সুষ্ঠ পরিচালনার জন্যে এসেছে তাদের সঙ্গে সুস্থ স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা আমাদেরও দায়িত্ব।
৪ )সর্বোপরি নির্বাচনের হার-জিত দেশের গণতান্ত্রিক কাঠামোর একটা স্বাভাবিক প্রয়াস।এটা আমাদের সকলকে মানতে হবে ।পরাজিত দলকে যেমন আবার নতুন করে লড়ার রসদ সংগ্রহ করতে হবে,তেমনি বিজিত দলকেও আরো দায়িত্বশীল হতে হবে, তবেই তাদের জয় স্বার্থকতা পাবে।
আশা করি আগামী দিনগুলো আমাদের গণতন্ত্রের গৈরবপর্ব বজায় থাকবে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment