Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was no restraint before him. G

Plasma Therapy in COVID

Treatment with Plasma Therapy 

In the current situation, the only prayer of all people around the world is to save human society from this epidemic. Although the emphasis has already been on vaccines and oxygen, we are also discussing about 'plasma therapy'.The method is to collect the plasma from the blood of the infected person who has recovered from COVID in order to collect antibodies from his or her and then pass on to another infected patient to grow antibodies that help the patient to survive against the virus.

Let's face it - most people don't know about plasma therapy today.


What is plasma: This is the yellowish part of the blood. Antibodies are made in the blood of the person who has recovered from this disease and it is found in this yellow part or plasma. This is an experimental method to cure corona disease.

   
However, some restrictions have to be met in the case of plasma collection.

1) He must be between the ages of 18-65.

2) In the last 120 days, he must be covid positive.

3) He should never have taken plasma from anyone else.

4) who has not yet taken any Covid vaccine yet.

5) A person who does not have a thyroid.

6) The person weighs not less than 55 kg.

6) One who is not pregnant.

6) He must have a lot of antibodies in his blood.

9) who is not a carrier of infectious diseases like HIV.

Side effects of plasma therapy:

No, there are no side effects yet. A person who has recovered from a covid can give plasma to a maximum of 3 people. This does not create any weakness in the body of the donor or reduce the resistance to new diseases.So,a general awareness should take place in our society in order to fight against this epidemic. 

I hope you like the blog.

Bengali Translation

আজকে বর্তমান পরিস্থিতিতে পৃথিবী জুড়ে সকল মানুষের একটাই প্রাথর্না ,তা হলো যেভাবে হোক এই কোভিদ অতিমারী থেকে মানবসমাজকে বাঁচানো।তার জন্যে ইতিমধ্যে যদিও ভ্যাকসিন এবং অক্সিজেন এই দুটির উপরে জোর দেওয়া হয়েছে কিন্তু এর সঙ্গে আমাদের সামনে 'প্লাজমা থেরাপি' বিষয়টিও আলোচিত হচ্ছে।বলা হচ্ছে এই পদ্ধতিতে কোনো কোভিদ আক্রান্ত ব্যক্তি যিনি সুস্থ হয়ে উঠেছেন এবং তার রক্তের প্লাজমা থেকে অ্যান্টিবডি সংগ্রহ করে তা অন্য কোভিদ রোগীর দেহে দিতে পারলে তাতে সেই রোগীর অ্যান্টিবডি তৈরী করে থাকে যা এই ভাইরাস-এর বিপদ থেকে বাঁচতে সাহায্য করে থেকে । 

আসুন আজ আমরা এই  'প্লাজমা থেরাপি' বিষয়টি জেনে নি ।


প্লাজমা কী :এটি হলো রক্তের হলুদ অংশ।কোভিদ আক্রান্ত যে ব্যক্তি এই রোগ থেকে সেরে উঠেছে তারই রক্তে অ্যান্টিবডি তৈরী হয় ও সেটা পাওয়া এই হলুদ অংশেই বা প্লাজমায়।করোনা রোগ সারানোর জন্যে এটি একটি পরীক্ষামূলক পদ্ধতি।     
   
তবে প্লাজমা সংগ্রহের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় ।যেমন,

১)তাকে হতে হবে ১৮-৬৫ বয়সীর মধ্যে।

২)শেষ ১২০ দিনের মধ্যে তাকে কোভিদ পজিটিভ হতে হবে।

৩)তিনি নিজে কখনো অন্য কারোর থেকে প্লাজমা নিয়ে থাকলে চলবে না।

৪)যিনি এখনো কোভিদ কোনো প্রতিষেধক নেননি ।

৫)যে ব্যক্তির কোনো থাইরয়েড নেই।

৬)যে ব্যক্তির ওজন ৫৫ কেজির কম নয়।

৭)যিনি গর্ভবতী নন। 

৮)তার রক্তে প্রচুর অ্যান্টিবডি থাকতে হবে।

৯)যিনি HIV মতন সংক্রামক রোগের বাহক নন। 

প্লাজমা থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া :

না,এখনো পর্যন্ত কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া নি।একজন কোভিদ থেকে সেরে উঠেছেন ব্যক্তি সর্বাধিক ৩ জন কে প্লাজমা দিতে পারে।এতে দাতার দেহে কোনোরকম দুর্বলতা তৈরী হয় না বা নতুন করে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে না।

আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে। 


  



Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Extinct Custom in India

Interesting facts of 26th January