Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Ruthless Decision of mankind

Hippopotamus in Columbia

We are all forced to agree on one thing today that the world is going through a hard time today. I am not saying this for the post covid-19 situation, but it is easy to understand that nature is not pleased with our various activities.The news, especially to environmentalists, who are always protesting against the indiscriminate killing of various animals, are also being forced to take a ruthless decision to maintain the balance of the environment or ecosystem.

For those who haven't heard the name of infamous Pablo Escobar, let me tell you that he was a Colombian terror, the mafia to whom murder, kidnapping and animal poaching were just a simple matter.So that Pablo Escobar unknowingly became the 'timebomb' of the ecosystem.He was the prime responsible person for the abundance of hippopotamus in Colombia today, which is upsetting the balance of the environment.

The incident began in the late seventies when Pablo Escobar was a master of wildlife smuggling.

He even built a whole zoo in his own house, and he built a wildlife sanctuary in that zoo. Later, he would sell them in the smuggled market with huge price. This is how it went for a long time, but Pablo Escobar, the most wanted man in the police record, was found dead in 1993 in a covert operation.After then it was possible to release  all the animals from his zoo to different places, except 4 hippos.There was no place found for their suitable replacement. Finally, relying on luck the local administration decided to  released them in the jungles of Colombia.

It was thought that they would die in a very short time in a hostile environment. But to everyone's surprise, the number has increased from 4 to 120. Environmentalists fear that if this continues, the number will soon rise to 1,400 and that's where their fears run high.It can have an adverse effect on the local ecosystem.So we have to make a difficult decision to kill the 30 hippopotamus in a year to maintain the balance of the ecosystem.

That's why I was saying that today is a very bad time for the world, otherwise these hippopotamuses would not have been killed in this way to protect the ecosystem of the environment.

Bengali Translation

আমরা সকলে আজ একটা কথা একবাক্যে মানতে বাধ্য যে পৃথিবীর আজ বড়ই দুঃসময় চলছে।একথা আমি এই covid-১৯ পরবর্তী দুঃসময়ের জন্যই  বলছি  তা নয়,ভালো করে পর্যবেক্ষণ করে দেখলে সহজেই বোঝা যায় যে প্রকৃতি আমাদের নানা কীর্তিকলাপে ভয়ানকভাবে রুষ্ট।এরই মধ্যে আবার একটি মন খারাপের খবর বিশেষ করে পরিবেশবিদদের কাছে যারা বিভিন্ন পশুদের নির্বিচারে হত্যা করাকে প্রতিবাদ করে থাকে তাদেরও আজ সেই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এক নির্মম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে।ব্যাপারটা একটু বুঝিয়ে বলি ।

কুখ্যাত পাবলো এসকোবার নাম যারা শোনেননি তাদের জন্যে বলে রাখি,যে ইনি হলেন কলম্বিয়ার ত্রাস তথা মাফিয়া যার কাছে খুন,অপহরণ ও পশুর চোরা শিকার করা জলভাত।তো সেই পাবলো এসকোবার নিজের অজান্তেই হয়ে উঠেছিলেন বাস্তুতন্ত্রের 'Timebomb'। কারণ তার জন্যই আজ কলম্বিয়ায় জলহস্তীর আধিক্য দেখা গেছে যা পরিবেশের ভারসাম্য নষ্ট হতে বসেছে।


ঘটনার সূত্রপাত সাতের দশকের শেষের দিকে যখন পাবলো এসকোবার বন্যপশুর চোরাচালানে সিদ্ধহস্ত।
এমনকি নিজের বাড়ীতেই আস্ত এক চিড়িয়াখানা তৈরী করে ফেলেছিলো,এবং তিনি তার সেই চিড়িখানায় বন্যপশুর আস্তানা গড়ে তুলেছিলেন।পরে সুযোগ বুঝে তা চোরাই বাজারে বিক্রী করে দিতেন।এভাবেই চলছিলো বেশ,কিন্তু পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড তক্মাপ্রাপ্ত পাবলো এসকোবার হদিস পেয়ে ১৯৯৩ সালে এক গোপন অভিযানে তাকে হত্যা করা হয়।তারপর তার চিড়িয়াখানা থেকে সমস্ত পশুদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া সম্ভব হলেও ৪টি জলহস্তীকে কোথাও পাঠানো সম্ভব হয়নি।শেষে তাদের কিছুটা ভাগ্যের উপর  ভরসা করে কলাম্বিয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।


ভাবা হয়েছিল যে প্রতিকূল পরিবেশে তারা খুব কমসময়ের মধ্যেই মারা যাবে।কিন্তু সকলকে অবাক করে তাদের বংশবিস্তারে সংখ্যাটা ৪ থেকে ১২০তে বৃদ্ধি পেয়েছে।পরিবেশবিদদের আশঙ্কা এভাব চললে পরে খুব দ্রুত সংখ্যাটা ১৪০০তে চলে যাবে,এবং সেখানেই তাদের ভয়।তাদের আশঙ্কা জলহস্তীর এই বাড়তে থাকা সংখ্যা বাস্তুতন্ত্রের উপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে।তাই কিছুটা বাধ্য হয়েই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে বছরে ৩০টা করে জলহস্তী মেরে ফেলার কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে ।  

তাই বলছিলাম যে পৃথিবীর আজ বড়ই দুঃসময় ,নাহলে পরিবেশের বাস্তুতন্ত্র রক্ষা করতে এই জলহস্তীদের এইভাবে মেরে ফেলার দরকার ছিল না।আপনাদের কী মত জানাবেন এই আশা রেখে শেষ করলাম।  
 









 

       


Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth