Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Indias Haunted Places

Banned haunted places in India

Today I am going to talk about a subject which has a vague manifestation of its presence in some deep place in the minds of all of us. It is something which cannot be believed without seeing it by oneself, and also cannot be denied firmly. There is a fear in all of us about them.There is some interest or disbelief of their presence .Yes, you are right. Today we will know about some houses or places in the paranormal world that are in our country.


The house above is located in Mumbai. It is said that a woman fell into the well of this house while fetching water and died. Since then, people believe that her soul goes around this house at night.


It is a historical structure where water was taken from a deep pond or well through stepping down many stairs. It was probably built during the reign of King Agrasen.Many people were later thrown and killed in these wells. It is heard that there is an uncomfortable feeling here. However, the popular Hindi film 'P .K' was taken shot in this place.


The place is in Uttarakhand and it is an abandoned mining area called 'Long Dehar'. It is said that many miners died in an accident at one time. Since then their souls have been wandering. That is why this situation exists today.

This is our place in Karshiang, West Bengal. It is believed that many evil spirits roaming around the two nearby schools here at late night.

Inside the famous Bombay High Court building, many ghosts can be seen at night.Locals beliefs say that the dissatisfied souls of those sentenced to death in court room roams in the court space at  night.

It is the famous 'Ramoji Film City' which is now located in Telangana. It is heard that the corpses of many soldiers of the Sultanate period were buried under it.So sometimes without any reason or here the light goes out, the mirror breaks or unusual thing happens.

This is Bhangarh fort in Rajasthan. This fort was built by Raja Madho Singh.There is a local story about the love of a Tantric and a princess. It is said that a Tantric was killed in that fort for falling in love with a princess. It is said that if anyone enters in the fort at night, he will not return back.

This is the Savoy Hotel in Mussoorie. A woman named Miss Francis Garnett died of poisoning at this hotel. Since then, the sound of footsteps and cries can be heard in this hotel at night.

Maybe there are many more such places that we have witnessed or no one has witnessed. But one thing we are bound to agree is that none of us can deny the matter forcefully. What you say, you can write in the comment box.


Bengali Translation

ভারতের  ভুতুড়ে জায়গা 

আজ আমি এমন এক বিষয় নিয়ে বলতে চলেছি যা আমাদের সকলের মনের কোনো এক গভীর স্থানে তার উপস্থিতির এক অস্পষ্ট প্রকাশ পেয়ে থাকে।এটি এমন এক ধারণা যা কেউ নিজে না দেখলে বিশ্বাস করানো যায় না ,আবার তা স্পষ্টভাবে অস্বীকারও করা যায় না।সকলের মধ্যেই এক ভয়,কিছুটা আগ্রহ বা অবিশ্বাস ধারণা থাকে।হ্যাঁ,আপনারা ঠিকই ধরেছেন আজ আমরা সেই ভূতেদের বা ইংরেজিতে বলা প্যারানরমাল জগতের কিছু বাড়ী বা জায়গার সম্পর্কে জানবো যা আমাদের দেশেরই মধ্যে আছে।   


উপরের এই বাড়ীটি মুম্বাইতে অবস্থিত।এরকম বলা হয়ে থাকে কোনো এক মহিলা জল তুলতে গিয়ে এই বাড়ীর পাতকূয়ায় পড়ে মারা যান।তারপর থেকেই তার আত্মা নাকি রাতে এই বাড়ীর চারিদিকে ঘুরতে যায় বলে লোকের বিশ্বাস ।


এটি একটি ঐতিহাসিক স্থাপত্য যেখানে মূলতঃ সিঁড়ি বাঁধানো অনেক ধাপের মধ্যে দিয়ে নিচে নেমে গভীর জলাশয় বা কুঁয়া থেকে জল তোলার ব্যবস্থা ছিল।সম্ভবত রাজা অগ্রসেনের আমলে এটি নির্মিত হয়েছিল।পরবর্তী কালে এই কুঁয়াগুলিতে অনেক মানুষকে ফেলে মেরে ফেলা হয়। শোনা যায় এখানে আসলেও এক অস্বস্তিকর অনুভূতি হয়।তবে এই জায়গায়তেই জনপ্রিয় হিন্দি ছবি 'P .K ' শুটিং হয়েছিল।


জায়গাটি হলো উত্তরাখণ্ডে এবং এটি একটি পরিত্যক্ত খনি অঞ্চল যার নাম 'লম্বি দেহার'।বলা হয় একসময় অনেক খনি শ্রমিক দুর্ঘটনায় মারা যায়।তারপর থেকেই নাকি তাদের আত্মা ঘোরাফেরা করে থাকে।তার জন্যেই আজ এই অবস্থা।


এই জায়গাটি আমাদের পশ্চিমবঙ্গের কার্শিয়াঙে ।এখানকার দুটি স্কুলের আশেপাশে নাকি রাতের বেলায় অনেক অশ্বরীরি ঘোরাফেরা করে।


'বম্বে হাই কোর্ট ',প্রসিদ্ধ এই ভবনটির ভিতরে রাতের বেলায় অনেক আত্মার আনাগোনা দেখা যায়। স্থানীয়দের বিশ্বাস আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অতৃপ্ত আত্মাই রাতের বেলায় ঘোরাফেরা করে।


এটি বিখ্যাত 'রামোজি ফিল্ম সিটি' যা বর্তমানে তেলেঙ্গানায় অবস্থিত।শোনা যায় সুলতানি আমলের অনেক সৈন্যদের মৃতদেহ এর নিচে চাপা পড়ে আছে।তাই মাঝে মধ্যেই  কারণ ছাড়াই নাকি এখানে আলো নিভে যায় ,আয়না ভেঙে যায়। 
 

এটি রাজস্থানের ভানগড় কেল্লা।রাজা মাধো  সিং এই  কেল্লাটা তৈরী করেছিলেন।এক তান্ত্রিক ও রাজকন্যার প্রেম নিয়ে এক স্থানীয় কাহিনী আছে।বলা হয়ে থাকে যে রাজকন্যার সঙ্গে ভালোবাসার জন্যে তান্ত্রিককে সেই কেল্লাতেই মেরে ফেলা হয়।তারপর থেকেই নাকি তার অতৃপ্ত আত্মা কেল্লার চারিদিকে ঘোরাফেরা করে।এমনকি এও বলা হয় যে কেউ নাকি এই কেল্লায় রাতে ঢুকলে সে নাকি আর বেঁচে ফেরে না। 


এটি মুসৌরীর স্যাভয় হোটেল।মিস ফ্রানসিস গার্নেট নামক কোনো এক মহিলা বিষক্রিয়ায় এই হোটেলে মারা যান।তারপর থেকেই রাতের বেলায় অশ্বরীরির পায়ের শব্দ ও কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় এই হোটেলে।

হয়তো আরো অনেক এইরকম স্থান ছড়িয়ে আছে,যা আমরা কেউ প্রত্যক্ষ করেছে বা কেউ করে নি।তবে একটা কথা মেনে নিতে আমাদের বাঁধা নেই যে আমরা কেউ ব্যাপারটা জোরের সঙ্গে অস্বীকার করতে পারি না।কী বলেন আপনারা,কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
 




   

    




Comments

  1. It's a very interesting story 🤠
    I like it, agreed..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth