Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Luck ,the game changer

Fate ,control machine 

Probably we are all very much aware of the issue of 'fate'. Many of us have not readily accepted its presence in all matters, some are reluctant to accept it easily. But it would not be wrong to say that we all feel a strong presence of it in an invisible way. Especially when human life is full of uncertainity. whose life will take a turn in the future, this fate determines us unknowingly.Let's make it clear in today's blog.

A man from Delhi, after recovering from a coma stage for almost 29 years, found out that he has become the owner of Rs 130 crore!

How did it happen? some his wisdom and some his luck. In fact, he purchased about 20,000 M.R.F shares in 1990 at a very low price.But it was his misfortune that within a few days of buying the shares, he met a fatal car accident on the streets of Delhi in the same year. After that he spent 29 long years in a coma. During the long period of his coma, many changes took place in the world around him. In the meantime, his sons and daughters got married and even their grandchildren grew up.

Then he suddenly regained consciousness after 29 years. It was like a fortune. Gradually he started trying to understand everything from the beginning. Because he had then a new world around him. In the meantime he had a good relationship with one of his grandchildren.

He told his grandson the story of buying that share 29 years ago. After many searches, he found the papers of the share.

After that, the grandson of the person got the opportunity to make a direct phone call in a T.V show about the shares of his grandfather and wanted to know whether there is any value in such  old shares at all. That's where they found out that the share value of M.R.F has reached to Rs. 130 crore in Indian currency on that day.

We don't know exactly what had happened to that person after hearing the news.But who can say that he might go back into a coma stage again after knowing this terrible news.

If you like the subject, you can write in the comment box.


Bengali Translation


ভাগ্য বিধাতা 

আমরা সবাই বোধহয় 'ভাগ্য' ব্যাপারটা নিয়ে অতিমাত্রায় সচেতন।আমাদের মধ্যে অনেকেই সব ব্যাপারেই এর উপস্থিতি সহজেই মেনে নি,কেউ বা সহজে মানতে নারাজ।কিন্তু এটা বললে ভুল হবে না অদৃশ্য ভাবে এর একটা প্রবল উপস্থিতি আমরা অনুভব করি।বিশেষ করে মানুষের জীবন যখন বড়ই অনিশ্চিত।আগামীদিন কার জীবন কী ভাবে মোড় নেবে তা আমাদের অজান্তেই এই ভাগ্য ঠিক করে।আসুন আজকের ব্লগে বিষয়টি একটি সত্যিকারের ঘটনা তুলে  ধরলে পরিষ্কার হয়ে যাবে।

দিল্লীর এক ব্যক্তি প্রায় ২৯ বছর কোমা থেকে সুস্থ জীবনে ফিরে আসার পর জানতে পারলেন যে তিনি ১৩০ কোটি টাকার মালিক হয়ে গেছেন!



কিভাবে হয়েছিল ?কিছুটা বিচারবুদ্ধি এবং কিছুটা সেই ভাগ্য।আসলে তিনি ১৯৯০ সালে এম .আর. এফ কিছু (প্রায় ২০,০০০)শেয়ার কম মূল্যে কিনেছিলেন।কিন্তু এমনই ভাগ্য যে শেয়ার কেনার কিছু দিনের মধ্যেই তিনি দিল্লীর রাস্তায় এক মারাত্বক গাড়ী দুর্ঘটনার কবলে পড়েন।চিকিৎসায় তিনি প্রাণ ফিরে পান ঠিকই কিন্তু পুরোপুরি সুস্থ করা সম্ভব হয়নি।সেই ১৯৯০ সাল থেকেই তিনি দীর্ঘ ২৯ বছর কোমায় কাটান। তার এই কোমা অবস্থার দীর্ঘ সময়ে ততদিনে তার চারিপাশের জগতেও অনেক পরিবর্তন ঘটে যায়।এর মাঝে তার ছেলে-মেয়েদের বিয়েও হয়ে যায়,এমনকি তাদের নাতি-নাতনীরাও বড় হয়ে যায়।


তার পর হঠাৎ করে তিনি জ্ঞান ফিরে পেলেন প্রায় ২৯ বছর পর।এও যেন এক ভাগ্য।ধীরে ধীরে তিনি নতুন করে সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করতে লাগলেন।কারণ তার কাছে চারিপাশটা এক নতুন জগৎ।এরই মধ্যে তার এক নাতির সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। 
নাতির কাছেই তিনি ২৯ বছর আগের সেই শেয়ার কেনার গল্প করেন।অনেক খোঁজাখুঁজির পর শেয়ার-এর পেপার্সগুলি খুঁজে বার করেন।  


এরপর ২০১৯ সালের শেয়ার বিষয়ক একটি অনুষ্ঠানে সরাসরি ফোনের সুযোগ পেয়ে ব্যক্তির নাতি এ বিষয়ে প্রশ্ন করে জানতে চান যে আদৌ এত পুরোনো শেয়ার-এর কোনো মূল্য আছে কিনা।তখনই তারা জানতে পারেন যে ২৯ বছর আগের এম .আর. এফ শেয়ার এর বর্তমান মূল্য প্রায় ১৩০ কোটি টাকা।


এরপর সেই ব্যক্তির কী দশা হয়েছিল তা আমরা সঠিক জানি না।তবে এই সাংঘাতিক খবর জেনে তিনি যে আবার কোমায় আচ্ছন্ন হবেন না তা কেই বা বলতে পারে।

বিষয়টি ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন।







 



Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth