Missile woman of India
- Get link
- X
- Other Apps
Missile woman
After passing B.Tech, she passed M.Tech with Guided Missiles from Pune. she then did her PhD on Guided Missiles from DRDO and joined here in 1997. Her main responsibility was to make 'Agni Missile'. And in this work she was appointed by another graeat son of our country, Missile Man APJ Abdul Kalam.
She was the co-director at the launch of the Agni-3 missile. she was also the director at the launch of the Agni-4 and Agni-5 missions. She is indeed the pride to our nation.
I hope you like it. If you like it, don't forget to give your opinion.
Bengali Translation
ভারতের মিসাইল ওম্যান
আজকের দিনে একটা কথা আমরা সবাই বুঝতে পারি যে উপযুক্ত সুযোগ পেলে ছেলে-মেয়ে নির্বিশেষে তাদের অভীষ্ট লক্ষ্যে যেতে পারে।একথা আরো জোর দিয়ে বলা যখন আমরা দেখি মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে (বিজ্ঞান,ক্রীড়াক্ষেত্র,মহাকাশ গবেষণায়,মিসাইল প্রযুক্তি ইত্যাদি )নিজেদের উজ্জ্বল সাক্ষর রেখে চলেছে।তবে এখনো অনেক বাঁধা বিপত্তির মধ্যে তাদের যেতে হয়।এব্যাপারে আমাদের দৃষ্টিকোণ আরো পরিষ্কার হলেই সমাজের তথা দেশের উন্নতি সম্ভব।
আজকে আমরা এমন এক নারীর পরিচয় জানবো যে শুধু নিজেই শত বাঁধা কাটিয়ে তার লক্ষ্যে এগিয়ে যাননি,আজ তার উপরেই আমাদের দেশের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিস্তার নির্ভর করে।সেই মহিলার নাম খুব কম লোকই জানে।তিনি হলেন টেসি থমাস।১৯৬৩ সালে কেরলের এক সিরিয়ান ক্রিষ্টান পরিবারে তার জন্ম।অথচ তার শৈশবকাল মোটেই সুখের ছিল না।খুব ছোটবেলাতেই তিনি বাবাকে হারান।
মা ছিলেন একজন শিক্ষিকা কিন্তু ছিল অসম্ভব মনের জেদ।শত অসুবিধা থাকলেও তিনি তার ৬ সন্তানকে আগলিয়ে রেখেছিলেন।তাদের বাড়ীর খুব কাছেই ছিল থুম্বা রকেট উৎক্ষেপণ কেন্দ্র।খুব ছোট বয়স থেকেই তাই রকেট এবং ক্ষেপণাস্ত্র নিয়ে ছিল আলাদা আগ্রহ।এ বিষয়ে অনুঘটকের কাজ করে তার অঙ্কে ও পদার্থ বিদ্যায় নিখুঁত গণনা।স্কুলের গণ্ডি কৃতিত্বের সঙ্গে বেরোবার পর তিনি এক ব্যাঙ্ক থেকে দৈনিক ১০০ টাকার ঋণ নিয়ে একটি সরকারী কলেজে ভর্তি হন ও সেখান থেকে বি.টেক পাস্ করেন।
বি.টেক পাশ করার পর তিনি পুনে থেকে গাইডেড মিসাইল নিয়ে এম.টেক পাশ করেন।এরপর তিনি ডি.আর.ডি.ও থেকে এই গাইডেড মিসাইল নিয়ে পিএইচডি করেন ও ১৯৯৮ সালে এখানেতেই যোগদান করেন।'অগ্নি ক্ষেপণাস্ত্র' তৈরী ছিল তার মূল দায়িত্ব এবং এ কাজে তাকে নিয়োগ করেন আমাদের দেশের আরো এক কৃতি সন্তান তথা মিসাইল ম্যান এ.পি.জে আব্দুল কালাম।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment