Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Evo with Zombi phobia

Zombi Virus

Let's find out today about a man who lives in a haunted city all alone for fear of being attacked by a virus. Think about what a coward he is, who tries to run away instead of resisting the virus.But don't think he is a very ordinary man.The man is so skilled at making planes and helicopters with his own hands that he can make them even from broken things very easily. Is it not very surprising? Let us go through his story.

The man's name is Evo and he is an American. He had been living alone in an abandoned town called Lucien for the last 13 years due fear of a zombie virus. He lives here alone in the whole city. However, he is not willing to stay in a house like you, he loves to stay in his own made cave, which is 100 feet long and 50 feet wide. However, he did not lack any modern life in this cave he made.

The picture shows that he has stored all the materials of modern life in his wooden and earthen cave. There is internet, TV, water system. one of the features of his cave is that it does not have extra walls, because he does not like walls. He has enough modern weapons in this cave.

He always keeps his plane ready in the hangar near the cave. He usually spends a long time of a day in design upgradation of his flight. Because he has decided to escape with this plane if there is any sort of  possibility of attack by his imaginary Zombi virus.

Now the question may arise among us that despite being such a talented person, why is he running away in fear of the virus? Is he mentally deranged? But if he was mentally deranged, he would not be known as a successful industrialist. His company has a good reputation in the world of aircraft manufacturing.

It is true that there are political and social influences behind his thinking. Although he is currently a US citizen, he is originally from Czechoslovakia. However, he was forced to flee due to political unrest in that country. He did not go to this country anymore after that. Then he came to this country,settled here and became a successful businessman but an unknown terror always surrounds him. He thinks that in comming future mankind is going to face another virus attack so called Zombi virus after this post covid situation.He is quite sure of that.So he prepares himself ready so that he can easily fly to another uninhabited place to safe himself from virus threat.

what a foolish thought of such a talented person.you can write about your thought in the comment box.


Bengali Translation

একাকী শহরের বাসিন্দা 

আসুন আজ আমরা এমন একজন ব্যক্তির কথা জানবো যে ভাইরাস আক্রমণের ভয়ে সম্পূর্ণ একা এক ভুতুড়ে শহরে বসবাস করে।ভাবছেন এ কেমন ভীতু ব্যক্তি ,যে নিজেকে ভাইরাস প্রতিরোধের পরিবর্তে পালিয়ে যেতে বেশী সচেষ্ট।তবে লোকটি সম্পর্কে আপনি যাই ভাবুন  না কেন লোকটি কিন্তু একদম সাধারণ নন।লোকটি নিজের হাতে প্লেন বানাতে এতই দক্ষ যে ভাঙাচোরা জিনিস থেকেও তিনি প্লেন বানিয়ে নিতে পারেন।কী খুব আশ্চর্য্য লাগছে তো ?

লোকটির নাম ইভো ও তিনি আমেরিকান।তিনি গত ১৩ বছর ধরে জোম্বি নামক ভাইরাস এর ভয়ে লুসিন নামক এক পরিত্যক্ত শহরে একাই থাকেন।সমগ্র শহরে তিনি একাই বাসিন্দা।তবে তিনি আমার আপনার মতন  বাড়িতে থাকতে রাজী নন ,তিনি থাকতে ভালোবাসেন নিজের বানানো গুহায় থাকতে।যা দৈর্ঘে ১০০ ফুট ও প্রস্থে ৫০ ফুট।তবে তিনি নিজের বানানো এই গুহায় কোনোরকম আধুনিক জীবন যাপনের খামতি রাখেননি। 

ছবিটি দেখে বোঝাই যায় যে তিনি তার কাঠ-মাটি  বানানো গুহায় আধুনিক জীবনের সমস্ত উপকরণ মজুত রেখেছেন।ইন্টারনেট ,টিভি,জলের ব্যবস্থা  রয়েছে।এই গুহার একটি বৈশিষ্ট হলো এটি অতিরিক্ত দেওয়াল বর্জিত,কারণ তিনি দেওয়াল পছন্দ করেন না।শুধু তাই নয় আত্মরক্ষার জন্যে তিনি তার এই গুহায় যথেষ্ট আধুনিক অস্ত্র-শস্ত্রের ব্যবস্থা রেখেছেন।


গুহার লাগোয়া হ্যাঙ্গারে তার সাধের প্লেন রাখা থাকে।দিনের একটা বড় সময় তার এই প্লেন নিয়েই ভাবনাচিন্তা থাকে।কারণ তার কল্পিত ভাইরাস দ্বারা আক্রমণের সম্ভবনা থাকলে তিনি এই প্লেন করেই পালাবেন বলে ঠিক করে রেখেছেন।


এখন আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এতো প্রতিভাবন ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি ভাইরাস এর ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কেন?তিনি কি মানসিক বিকারগ্রস্ত?কিন্তু তিনি যদি মানসিক বিকারগ্রস্ত হতেন তাহলে তিনি সফল শিল্পপতির পরিচয় পেতেন না।এ প্রসঙ্গে জেনে রাখা ভালো তার সংস্থা হেলিকপ্টার ও প্লেনের প্রপেলার তৈরী করে থাকে।বিমান তৈরীর দুনিয়ায় তার সংস্থার বেশ সুনাম আছে।


তার এইরূপ চিন্তাধারার পিছনে রাজনৈতিক ও সামাজিক প্রভাব আছে এ কথা ঠিক।বর্তমানে তিনি মার্কিন নাগরিক হলেও আদতে তিনি চেকোশ্লোভাকিয়ার বাসিন্দা।কিন্তু সে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি পালিয়ে আস্তে বাধ্য হন।তিনি ভাঙাচোরা জিনিসপত্র দিয়ে একটি প্লেন বানিয়ে পরিবার রেখে এদেশে চলে আসেন ও পরেও তিনি সে দেশে আর যাননি।তারপর তিনি এদেশে এসে এক সফল ব্যবসায়ী হয়ে ওঠেন কিন্তু এক অজানা আতঙ্ক তাকে সবসময় ঘিরে থাকে।তাই বোধহয় কোভিদ অতিমারী পরবর্তী সময়ে নিজের কল্পনা থেকে অজানা জোম্বি ভাইরাস এর ভয় তাকে পেয়ে বসে।এবং তা থেকেই জনবসতিহীন স্থানে তার এই প্রস্তুতি একাকী থাকার।তিনি মনে করেন আগামী দিনে যখন এই জোম্বি ভাইরাস আক্রমণ করবে তিনি তখন খুব সহজেই প্লেন করে অন্য এক জনমানবহীন স্থানে চলে যেতে পারবেন।


 সত্যি কি বিচিত্র মানুষের চিন্তাধারা।আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। 





 

Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth