Thomas Raja,legend of humanity

Image
Humanity of Thomas Many of us know a little bit about the dacoit Ratnakar.We also know that he wrote the great epic Ramayana. Let us know today about one of the modern  dacoit  Ratnakar of the country.  Even though he got involved in bad activities in his first life, later he changed himself completely due to his own conscience and today he is the absolute shelterman for thousands of people. Let's take a look at some of the biographies of our modern Ratnakar. The name of the person in the picture is Thomas Raja who was born in North Tamil Nadu, India. He got involved with the criminal world at a very young age.Snatching money,getting drunk and fighting with others were all his daily activities. He even stoled things from his own house for his needs.In addition to his parents, his neighbors were unhappy with his daily abuse.He was even expelled by his parents from his  own  home due to his bad activities. But after that he became more reckless as there was n...

Wildlife photo 2021

Awesome wild comedy

Today we are going to talk about some comedy pictures of some wild lives. After having a look I am sure that you cannot resist yourself from laughing. The pictures are collected from all the 'Comedy Wildlife Photo Awards'. In fact, every year this competition with wild animals is held all over the world. More than 7000 contestants participate in it. It is also held this year. Let's take a look at some of them.


1)

What does the picture look like? It looks very natural that even the king of the forest has to carry wood for his family. Although not real. The tiger was actually standing on its hind legs and rubbing its face on a tree branch. The picture was taken at that time. The picture was taken in Jim Corbett National Park and the photographer was Siddharth Agarwal. 

2)

Seeing the picture, it seems that the naughty boys and girls are in the water and the mother is carrying the child out from the water under strict guide. The picture was taken in Singapore.

3)

Looking at the picture, it seems that monkey has fallen into a trance and is in a lot of pain. But the reality is that his face is not really painful, but he was very aggressive at that time. The photo was from China's Yunnan Province and the photographer was British Ken Jensen.

4)

It looks as if a penguin is pointing at another penguin, pointing to the spot from which he had just come to hunt. Carol Trailer was photographer and photographed on the Falkland Islands.

5)

Looking at the picture, it may seem that the little bird is very angry to take a picture of him without permission. After flying on the branches for a while, this vision suddenly turned towards the photographer .The picture was taken by Patrick Dirlam.

6)

A picture of a stylish green chameleon that is rare because we don't usually see them standing like this. The picture is taken from the western mountains of India. The photographer is Ke Gurumurthy.

7)

Looking at the picture, you may think that the snake is busy taking pictures of itself in front of the camera with a smile on its face. But the reality is that the snake is looking at the photographer in a very aggressive manner.

Hope you like it.


Bengali Translation


ভঙ্গিময় বন্য জীবন 

আসুন আজ আমরা কিছু মজাদার ছবির কথা বলবো যা দেখলে আপনার যতই  খারাপ থাকুক না কেন,আপনি না হেসে পারবেন না।ছবিগুলি সব 'কমেডি ওয়াইল্ড লাইফ ফটো অ্যাওয়ার্ড'থেকে সংগৃহীত।আসলে প্রতিবছরেই বন্য প্রাণীদের নিয়ে সমগ্র পৃথিবীর জুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।প্রায় ৭০০০ এরও বেশী প্রতিযোগী এতে অংশগ্রহণ করে থাকে।এ বছরেও তা অনুষ্টিত হয়।তারই কিছু ঝলক দেখে নেওয়া যাক।  

১)

ছবিটি দেখে কি মনে হচ্ছে? দেখে খুব স্বাভাবিক ভাবে মনে হচ্ছে যে বনের রাজাকেও তার পরিবারের জন্যে কাঠ বয়ে নিয়ে যেতে হচ্ছে।যদিও বাস্তব না নয়।ছবিটি জিম করবেট জাতীয় উদ্যানে তোলা।চিত্রগ্রাহক হলেন সিদ্ধার্থ আগারওয়াল।বাঘটি আসলে পিছনের পায়ে দাঁড়িয়ে গাছের ডালে নিজের মুখ ঘষে নিচ্ছিলো।সেই সময়ে ছবিটি তোলা।

২)

ছবিটি দেখে অনেকের মধ্যেই দুষটু ছেলে-মেয়ে জলে অনেকক্ষন দাপাদাপির পর মা কড়া শাসনে জলে নেমে সন্তানকে তুলে আনছে,এমনটাই মনে হয়েছে ।ছবিটি সিঙ্গাপুরে তোলা হয়েছে।

৩)

ছবিটি দেখে নিশ্চই মনে হচ্ছে যে হনুমানটি বেশ বেকায়দায় পড়েছে এবং যন্ত্রনায় বেশ কঁকিয়ে উঠেছে।কিন্তু বাস্তব হলো তার এই মুখভঙ্গি আসলে যন্ত্রণার নয় বরং সেই সময় সে বেশ আক্রমনাত্বক ভঙ্গি ধারণ করেছিল।ছবিটি চীনের ইউনান প্রদেশের এবং চিত্রগ্রাহক হলেন ব্রিটিশ কেন জেনসন।

৪)  

এই ছবিটি দেখে অনেকটা এমনই মনে হচ্ছে যেন এক পেঙ্গুইন অন্য এক পেঙ্গুইনকে হাত দেখিয়ে সেই জায়গা নির্দেশ করছে যেখান থেকে সে এইমাত্র শিকার করে আসলো।ফকল্যান্ড দ্বীপে ছবিটি তোলা ও চিত্রগ্রাহক হলেন ক্যারল ট্রেলর।

৫)

ছবিটি দেখে মনে হতেই পারে যেন ছোট্ট পাখিটি বেশ রেগে গেছে বিনা অনুমতিতে তার ছবি তোলার জন্যে।ছবিটি প্যাট্রিক দিরলামের তোলা।বেশ কিছুক্ষন ডালে-ডালে ওড়ার পর হঠাৎ করে তার দিকে ঘুরে এই দৃষ্টি ।

৬)

একটি স্টাইলিশ সবুজ ক্যামেলিওনের ছবি যা  বিরল বলা যেতে পারে কারণ সাধারণত এদেরকে আমরা এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে দেখিনা।ছবিটি ভারতের পশ্চিম পর্বতমালা থেকে তোলা।চিত্রগ্রাহক হলেন কে গুরুমুর্তি ।  

৭)

ছবিটি দেখে আপনার মনে হতেই পারে বুঝি সাপটি হাসি মুখে ক্যামেরার সামনে নিজের ছবি তুলতে ব্যস্ত ।কিন্তু বাস্তব হলো সাপটি বেশ আক্রমনাত্বক ভঙ্গিতে চিত্রগ্রাহকের প্রতি দৃষ্টি দিয়েছে।এই ছবিটিও ভারতের পশ্চিম পর্বতমালা থেকে তোলা। 

আশা করি বিষয়টি ভালো লেগেছে।







Comments

Popular posts from this blog

Amazing Wedding dress

Interesting facts of 26th January

Interesting facts on Earth